Adhir Chowdhury: ‘খুব বড় র্যাকেট এটা’, জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানা নিয়ে খোঁচা অধীরের
Adhir Chowdhury: অধীর চৌধুরী বলেন, "খুব বড় র্যাকেট এটা। খাদ্যমন্ত্রী থেকে শুরু করে ডিলার সবাই জড়িত। পুলিশও জানে সব। তবে হানা তো অনেকবারই হয়। তারপর খানা খেয়ে চুপ করে থাকবে কি না জানি না।" অধীরের কথায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান সকলে। কিন্তু তার কোনও নমুনা এখনও দেখা যায়নি।
কলকাতা: দ্বাদশীর সকাল থেকে ১২ জায়গায় হানা দিয়েছে ইডি। এরমধ্যে রয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আবাসনও। মূলত রেশন দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির হানাকে ‘ডার্টি গেম’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেস-সিপিএম একযোগে বিঁধছে শাসকদলকে। এই ঘটনাকে ‘বড় র্যাকেট’ বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানাকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
অধীর চৌধুরী বলেন, “খুব বড় র্যাকেট এটা। খাদ্যমন্ত্রী থেকে শুরু করে ডিলার সবাই জড়িত। পুলিশও জানে সব। তবে হানা তো অনেকবারই হয়। তারপর খানা খেয়ে চুপ করে থাকবে কি না জানি না।” অধীরের কথায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান সকলে। কিন্তু তার কোনও নমুনা এখনও দেখা যায়নি।
অধীর চৌধুরী বলেন, “তদন্ত হলে বহু বড় বড় দুর্নীতি সামনে আসবে। আমি দাবি করছি, পার্থ চট্টোপাধ্যায় যদি পুঁটি মাছ হয়, যাঁদের কাছে যাচ্ছে তাঁরা রাঘব বোয়াল।” অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, “এমন মন্ত্রী যে তার পিএ না সিএর তিনটে ফ্ল্যাট, মেয়ের চার কোটি টাকার টিউশনির ইনকাম। তবে জ্যোতিপ্রিয়তে আটকে গেলে হবে না। মাথাগুলোকে ধরতে হবে। আড়াই কোটি মানুষের সাপ্তাহিক রেশনের টাকা পরিকল্পিতভাবে লুঠ হয়েছে। তার কী হবে?”