Sheikh Shahjahan: শাহজাহানের চিংড়ি ‘প্রীতি’, বড় কেলেঙ্কারির গন্ধ ইডির নাকে
ED: বিরাটির মাছ ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডি। বছর সত্তরের ওই ব্যবসায়ীর একাধিক জায়গায় মাছের ভেড়ি, ফিশ প্রসেসিং ইউনিট রয়েছে বলে খবর। আমদানি রফতানি সংক্রান্ত তাঁর একটি সংস্থাও রয়েছে, অরুণই তাঁর ডিরেক্টর বলে খবর। তবে বয়সের কারণে এখন খুব একটা ব্যবসায় সময় দিতে পারেন না তিনি।
কলকাতা: শেখ শাহজাহানকে সামনে রেখে এই মুহূর্তে অগ্নিগর্ভ সন্দেশখালি। তাঁর গ্রেফতারির দাবিতে যখন সরব সেখানকার মহিলারা, তখন ইডির স্ক্যানারে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী। মূলত চিংড়ি মাছের আমদানি রফতানি ব্যবসা ওই ব্যবসায়ীর। সোমবার ইডি দফতরে তলব করা হয়েছিল ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে। বয়সের কারণে তিনি আসতে পারেননি। বদলে কাগজপত্র নিয়ে হাজির হন তাঁর মেয়ে। সোমবার প্রায় ২ ঘণ্টার বেশি সময় ইডি দফতরে ছিলেন অরুণ-কন্যা। সূত্রের খবর, লেনদেন সংক্রান্ত বিষয়ক তথ্য ইডি দফতরে দিয়েছেন তিনি।
বিরাটির মাছ ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডি। বছর সত্তরের ওই ব্যবসায়ীর একাধিক জায়গায় মাছের ভেড়ি, ফিশ প্রসেসিং ইউনিট রয়েছে বলে খবর। আমদানি রফতানি সংক্রান্ত তাঁর একটি সংস্থাও রয়েছে, অরুণই তাঁর ডিরেক্টর বলে খবর। তবে বয়সের কারণে এখন খুব একটা ব্যবসায় সময় দিতে পারেন না তিনি।
ইডি সূত্রে খবর, কয়েক মাস আগে ন্যাজাট থানায় শেখ শাহজাহানের নামে আমদানি-রফতানি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে ইসিআইআর করে ইডি একাধিক শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালায়। এরকমই একজন অরুণ সেনগুপ্তও। অরুণের সংস্থা মূলত চিংড়ি মাছের আমদানি-রফতানিতে যুক্ত। শুক্রবার অরুণ সেনগুপ্তর বিরাটির বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপরই সোমবার তাঁকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো সোমবার বেলা ১১টা ২০ নাগাদ অরুণ সেনগুপ্তের মেয়ে ও আইনজীবী ইডি দফতরে এসে পৌঁছন।