Mamata Banerjee Exclusive: ‘যেই আসুক, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে না’, EXIT POLL-র পর তৃণমূলের গুরুত্ব বোঝালেন মমতা

Jun 02, 2024 | 2:46 PM

Mamata Banerjee on Exit Polls 2024: লোকসভা নির্বাচন ২০২৪-এর বুথ ফেরত সমীক্ষায়, প্রত্যেক সমীক্ষক সংস্থাই

Mamata Banerjee Exclusive: যেই আসুক, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, EXIT POLL-র পর তৃণমূলের গুরুত্ব বোঝালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভোট শুরু হওয়ার পর, বিশেষ করে প্রথম কয়েক দফায় কম ভোট পড়ায় অনেকেই মনে করেছিলেন, এইবারের লোকসভা নির্বাচনে ‘মোদী হাওয়া’ সেভাবে বইছে না। শনিবার (১ মে), ভোট শেষ হওয়ার পর, বুথ ফেরত সমীক্ষাগুলি প্রকাশের পর, সেই ধারণা উড়ে গিয়েছে। পরিসংখ্যানে সামান্য হেরফের থাকলেও, প্রায় প্রতিটি সমীক্ষক সংস্থাই ইঙ্গিত দিয়েছে, ২০১৯-এর থেকেও ভাল ফল করতে চলেছে বিজেপি। তবে, এই সকল এক্সিট পোলের রিপোর্ট মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। TV9 বাংলার কনসাল্টিং এডিটর, অনির্বাণ চৌধুরী-কে দেওয়া এক একান্ত টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যে পক্ষই ক্ষমতায় আসুক, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আঞ্চলিক দলগুলির ফল এবার ভাল হতে চলেছে।

মমতা বলেন, “২০১৬, ২০১৯ ও ২০২১ সালের এক্সিট পোল দেখেছি। কোনোটাই মেলাতে পারিনি। কারণ, এগুলো সব বিজেপির তৈরি। মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। দুই মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল। সেই কোম্পানিটাও বিজেপির কোম্পানি। অভিষেক আজ সাংবাদিক বৈঠক করবে। নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবে। বিজেপি কিছু লোক পোষে। সবাই বলে মিডিয়া থেকে ‘ই’টা উঠিয়ে দাও। ‘ও’ লিখে দাও তার বদলে। ‘মিডিয়া’ তখন ‘মোডিয়া’ হয়ে যাবে।”

শনিবার ভোট শেষে, বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটের। জোটের প্রায় সব দলের নেতারাই উপস্থিত ছিলেন, ছিলেন না মমতা। বৈঠকের পর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেছেন, ২৯৫ আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে এতটাও আত্মবিশ্বাসী নন মমতা। তিনি বলেন, “আমি এই রকম কোনও কথা বলতে পারব না। অন্য় রাজ্যের তথ্য নেই আমার কাছে। তাই, আমি অন্য রাজ্যের বিষয়ে বলতে পারব না। তবে অখিলেশরা ভাল করবে, তেজস্বীরা ভাল করবে, স্ট্যালিনরা ভাল করবে। উদ্ধবরা ভাল করবে। যেখানে যেখানে আঞ্চলিক দল রয়েছে, তারা ভাল ফল করবে। যেই-ই আসুক না কেন, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে না।”

অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এবারের নির্বাচনে সমানে-সমানে লড়াই হয়েছে। এনডিএ এবং ইন্ডিয়ার আসন সংখ্যা গায়ে-গায়ে থাকতে পারে। ইন্ডিয়া জোটও যদি ক্ষমতায় আসে, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা তাদের থাকবে না। সেই ক্ষেত্রে জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, তা ঠারে ঠারে বুঝিয়ে দিলেন মমতা। মমতাকে বাদ দিয়ে সরকার গঠ করা যাবে না। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন, বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন দিতে প্রস্তুত। TV9 বাংলাকেও এদিন তিনি বলেছেন, “হ্যাঁ, আমরা সরকারে যাব। আলোচনা করব আমরা। আমি অর্বাচিন উত্তর দিতে রাজি নই। আমি আগে রেজাল্ট দেখব, তারপর বিবেচনা করব। আমাদেরও একটা অঙ্ক রয়েছে।”

Next Article