Diploma Doctor: ডিপ্লোমা ডাক্তারির কোর্স সম্ভব? মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনায় বৈঠকে বিশেষজ্ঞ কমিটি

Expert Committee: তিন বছর প্রশিক্ষণ দিয়ে চিকিৎসক তৈরি এবং সেই চিকিৎসকদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যবহার করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রীর প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার।

Diploma Doctor: ডিপ্লোমা ডাক্তারির কোর্স সম্ভব? মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনায় বৈঠকে বিশেষজ্ঞ কমিটি
তৎপর প্রশাসন
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 8:53 AM

কলকাতা: রাজ্যে চিকিৎসকের অভাব দূর করতে চিকিৎসকদের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব দিন কয়েক আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ডিপ্লোমা কোর্স হয়, তেমনই ডিপ্লোমা কোর্স ডাক্তারিতে চালু করা যায় কি না তা খতিয়ে দেখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সিনিয়র নার্সদের পদোন্নতি দিয়ে সেমি ডাক্তার তৈরির প্রস্তাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি খতিয়ে দেখতেই তৈরি করা হয়েছে একটি কমিটি। রাজ্য সরকারের তরফে এই কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন ১৪ জন সদস্য। বিশেষজ্ঞদের চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য দফতরের লোকেরাও রয়েছেন সেই কমিটিতে। সোমবার বিকালে হবে সেই কমিটির প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রীর প্রস্তাব বাস্তবায়িত করা যায় কি না, সেটাই খতিয়ে দেখবে ওই কমিটি।

তিন বছর প্রশিক্ষণ দিয়ে চিকিৎসক তৈরি এবং সেই চিকিৎসকদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যবহার করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রীর প্রস্তাব খতিয়ে দেখতে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ডিপ্লোমা ডাক্তারের বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাব খতিয়ে দেখবে ওই কমিটি। সোমবার বিকালে হবে কমিটির প্রথম বৈঠক। স্বাস্থ্য ভবনে হবে সেই বিশেষজ্ঞ কমিটির বৈঠক। বৈঠকেই মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

বর্তমানে দেশে চিকিৎসক হতে গেলে ৫ বছরের প্রশিক্ষণ আবশ্যক। কিন্তু রাজ্যে চিকিৎসকের অভাবে চিকিৎসা ব্যবস্থা ব্যহত হচ্ছে। এই পরিস্থিতির সমাধানেই ডিপ্লোমা চিকিৎসক তৈরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি বলেছিলেন , “ডাক্তারদের জন্য আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে সুযোগ পাবে। ৫ বছরের প্রশিক্ষণের পর যে চিকিৎসকদের আমরা পাচ্ছি তাতে অনেকটা সময় যাচ্ছে। সিট বাড়ছে, হাসপাতাল বাড়ছে লোকসংখ্যা বাড়ছে, শয্যা বাড়ছে… যদি তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় নিয়োগ করতে পারো তাহলে আমার মনে হয় এরা খুব ভাল হবে।” যদিও মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা শোনা গিয়েছে রাজ্যে বড় অংশের চিকিৎকদের মধ্যে।