TET: ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে ঘুরতে পারে মোড়, আশার আলো আইনজীবীর পোস্টে
TET: ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি হারিয়েছেন হাইকোর্টের নির্দেশে। যাঁরা ননট্রেন্ড ছিলেন, তাঁদের অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ায় বেনিয়ম থাকায় চাকরি বাতিল হয়েছে।
৩৬ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি হারিয়েছেন হাইকোর্টের নির্দেশে। যাঁরা ননট্রেন্ড ছিলেন, তাঁদের অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ায় বেনিয়ম থাকায় চাকরি বাতিল হয়েছে। কিন্তু চাকরিহারাদের অনেকের দাবি, ননট্রেন্ডদের সংখ্যা এর থেকে কিছুটা কম। পাশাপাশি এর মধ্যে রয়েছেন ২৭৭০ জন, যাঁরা আগে পার্শ্বশিক্ষক ছিলেন। অর্থাৎ তাঁদের পড়ানোর অভিজ্ঞতা আগে থেকেই ছিল। তাঁদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের গুরুত্ব কম বলে দাবি তাঁদের। তাই এই বাতিল প্রক্রিয়া থেকে তাঁদের বাদ দেওয়া উচিত বলেও দাবি করেছেন তাঁরা।
জানা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তা মেনশন করবেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ফলে আশায় বুক বাঁধছেন চাকরিহারাদের অনেকে। অন্যদিকে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত প্রাথমিক শিক্ষা পর্ষদও। আবার চাকরিহারা অথচ অপ্রশিক্ষিত বা ননট্রেন্ডদের একটা বড় অংশও আইনি লড়াইয়ের পথে হাঁটতে চাইছেন।