Fact Finding Team: ‘পরিস্থিতি স্বাভাবিক নয়’, রাজভবন থেকে বেরিয়ে বলল ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Fact Finding Team: সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বুঝিয়ে দিয়েছেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না তিনি।
কলকাতা : সাম্প্রতিক অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন সেই টিমের সদস্যরা। প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় রাজভবনে ছিলেন তাঁরা। রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় টিমের সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক নেই। পরিস্থিতি ঠিক থাকলে যেতে দেওয়া হত বলে মনে করছেন তাঁরা। গত কয়েকদিন ধরে রাজ্যে বার বার বাধার মুখে পড়তে হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। পুলিশি বাধার মুখে পড়ে রীতিমতো সুর চড়িয়েছিলেন তাঁরা। এনআইএ তদন্তের দাবিও জানিয়েছিলেন।
এদিন রাজভবনের বৈঠক শেষে ওই টিমের অন্যতম সদস্য তথা প্রাক্তন বিচারপতি নরশিমা রেড্ডি জানান, তাঁরা যাওয়ার চেষ্টা করেছিলেন। যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তাহলে গেলে কী সমস্যা ছিল? সেই সমস্যা তুলেছেন তিনি। তিনি বলেন, রাজ্যপাল বলেছেন বিষয়টি দেখবেন। রাজ্যপালের হাতে রিপোর্ট তুলে দিয়েছেন তাঁরা।
এদিকে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বুঝিয়ে দিয়েছেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না তিনি। রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গ্রহণযোগ্যতা কী রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতার। একটি অনুষ্ঠান গিয়ে এদিন মমতা বলেন, ‘এটা কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সরকার কিংবা কোনও পার্টির তরফে অনুমোদিত কোনও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যদি এটি কোনও দলের অনুমোদিত হয়, তাহলে এর কোনও মূল্য নেই। ভ্যালুলেস, বেসলেস, কেসলেস।’
রাম নবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগ কয়েকদিন আগেই হাওড়ার অশান্ত হয় হাওড়ার শিব। একই ছবি দেখা গিয়েছিল হুগলির রিষড়াওতে। সেখানে জারি রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি স্বাভাবিক হলে কেন ১৪৪ ধারা জারি করতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।