Fire in New Town: ভোর রাতে ভয়াবহ আগুন নিউ টাউনে, শোনা গেল সিলিন্ডার ফাটার শব্দ
Fire in New Town: ভোর রাতে এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলি। খবর পেয়েই ছুটে গিয়েছেন ওই সব ব্য়বসায়ীরা।
কলকাতা : ভোর রাতে হঠাৎই ঘুম ভেঙে আগুনের শিখা দেখলেন নিউ টাউনের বাসিন্দারা। শনিবার ভোরে নিউ টাউনের (New Town) শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে একের পর এক দোকানে আগুন লেগে যায়। এদিন ভোর ৩ টে নাগাদ প্রথম আগুন দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসার আগেই পরপর ১৫ টি দোকানে আগুন লেগে যায়। পরে দমকল বাহিনী এসে কোনও ক্রমে পরিস্থিতি আয়ত্তে আনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দোকানগুলি থেকে সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দুটি দোকান জ্বলতে থাকে। পরে দমকলকে খবর দেওয়া হয়। দমকল এসে পৌঁছনর আগেই দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। বেশ কিছু দোকানে গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।
দমকলের তরফ থেকে দাবি করা হয়েছে, ওই সব দোকানগুলির ওপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে। সেরকমই একটি হাইটেনশন তার ছিড়ে দোকানের ওপর পড়ে যাওয়ায় অগ্নিসংযোগ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। ভোর রাতে এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলি। খবর পেয়েই ছুটে গিয়েছেন ওই সব ব্য়বসায়ীরা, যাঁদের দোকান রয়েছে এলাকায়। গত কয়েকদিন আগে রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক্সাইড মোড়ে টায়ারের গুদামে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। প্রথমে কেউ আটকে থাকার আশঙ্কা করা হয়। তবে দমকল ঠিক সময়ে এসে যাওয়ায় কেউ হতাহত হননি।