Swasthya Bhavan: ‘স্বাস্থ্য ভবনে চারটি RDX রাখা আছে, বিকাল ৫টায় হবে বিস্ফোরণ’, ফের এল হুমকি ই-মেল
Swasthya Bhavan: সোমবারও এমনই একটি হুমকি মেল আসে স্বাস্থ্য ভবনে। তাতেও শোরগোল পড়ে যায়। খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন বিধাননগর থানার পুলিশ। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলে।

কলকাতা: আবারও স্বাস্থ্য ভবনে হুমকি ই-মেইল। ফের বিস্ফোরণের হুমকি। চারটি আরডিএক্স রাখা আছে স্বাস্থ্য ভবনের মধ্যে, ইমেলে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে খবর। বিকাল ৫টাতে হবে বিস্ফোরণ। এই মেলেই শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য ভবনের অন্দরে। কারা, কী উদ্দেশ্যে এই মেল পাঠাল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
ইতিমধ্য়েই গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। বিধাননগর থানার পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশও। প্রসঙ্গত, আগে সোমবারও এমনই একটি হুমকি মেল আসে স্বাস্থ্য ভবনে। তাতেও শোরগোল পড়ে যায়। খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন বিধাননগর থানার পুলিশ। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলে। কিন্তু, কোনও বিস্ফোরকের খোঁজ মেলেনি। প্রাথমিকভাবে ধারনা, মূলত ভয়ের পরিবেশ তৈরি করতেই এ ধরনের মেল পাঠানো হয়েছিল। এবার ফের হুমকি মেল আসতেই নতুন করে চর্চা।
পুলিশ সূত্রে খবর, এবার একটি অন্য আইডি থেকে এই ইমেল পাঠানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে বোম্ব স্কোয়াড। এসেছেন সাইবার ক্রাইম দফতরের বিশেষজ্ঞরা।
