TMC: খোলনলচে বদলে যাবে তৃণমূলের? রদবদল মন্ত্রিসভাতেও? একমাসের মধ্যেই বড় সিদ্ধান্ত

সৌরভ গুহ | Edited By: সঞ্জয় পাইকার

Dec 16, 2024 | 3:49 PM

TMC: সূত্রে জানা গিয়েছে, পৌষ সংক্রান্তির পরই তৃণমূলে রদবদলের তালিকা প্রকাশ হবে। সেখানে একাধিক সাংগঠনিক জেলার জেলা সভাপতি বদল হবে। তাঁর প্রস্তুতি ইতিমধ্যে চলছে। জল্পনা শুরু হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া তালিকাতেই কি সিলমোহর দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

TMC: খোলনলচে বদলে যাবে তৃণমূলের? রদবদল মন্ত্রিসভাতেও? একমাসের মধ্যেই বড় সিদ্ধান্ত
একমাসের মধ্যে তৃণমূলের সংগঠনে বড় রদবদলের সম্ভাবনা

Follow Us

কলকাতা: পৌষ সংক্রান্তির পর তৃণমূলে বড়সড় রদবদলের সম্ভাবনা। ১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদল হতে পারে। শুধু সাংগঠনিক নয়, ওই একই সময়ে মন্ত্রিসভায়ও রদবদলের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বিভিন্ন জেলায় সাংগঠনিক বদল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা জমা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রে জানা গিয়েছে, পৌষ সংক্রান্তির পরই তৃণমূলে রদবদলের তালিকা প্রকাশ হবে। সেখানে একাধিক সাংগঠনিক জেলার জেলা সভাপতি বদল হবে। তাঁর প্রস্তুতি ইতিমধ্যে চলছে। জল্পনা শুরু হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া তালিকাতেই কি সিলমোহর দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নবীনদের তুলে আনার কথা বলেছেন। প্রবীণদের দলে প্রয়োজনের কথা জানিয়েও নবীনদের পক্ষে সওয়াল করেছেন। লোকসভা ভোটের আগে রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও তাঁর মন্তব্যে নানা জল্পনা শুরু হয়েছিল। তখন তিনি বলেছিলেন, বয়স বাড়লে পরিশ্রম করার ক্ষমতা কমে যায়। একজন ৪০-৫০ বছরের ব্যক্তি যে পরিশ্রম করতে পারবেন, বয়সের সঙ্গে সঙ্গে তাঁর পরিশ্রম করার ক্ষমতা কমে যাবে। তবে প্রবীণদের অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন। তৃণমূল সুপ্রিমোও প্রবীণদের দরকার বলে মন্তব্য করেন।

এই খবরটিও পড়ুন

রাজনৈতিক মহলের একাংশ বলছে, তৃণমূলে এখন প্রবীণদের প্রাধান্য রয়েছে। এই পরিস্থিতিতে নবীন-প্রবীণ সমন্বয় রেখে কি সাংগঠনিক রদবদল হবে? অভিষেকের তালিকাকে মাথায় রেখে মমতা সাংগঠনিক রদবদল নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

শুধু দলের সংগঠন নয়, ওই একই সময়ে মন্ত্রিসভায়ও বড় বদলের সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে মন্ত্রিসভায়ও রদবদল করা হতে পারে। সূত্রের খবর, একাধিক দফতর সামলাচ্ছেন, এমন কয়েকজন মন্ত্রীর দফতরের সংখ্যা কমানো হতে পারে। শুধু তাই নয়, মন্ত্রিসভায় নতুন মুখ আনার সম্ভাবনা রয়েছে। যার জেরে বর্তমান মন্ত্রিসভা থেকেও কেউ কেউ বাদ পড়তে পারেন। সবমিলিয়ে তৃণমূলের সাংগঠনিক ও মন্ত্রিসভায় কী কী রদবদল হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

 

Next Article