Board of Primary Education: মানিকের জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, ১১ সদস্যের অ্যাড হক কমিটিতে নৃসিংহপ্রসাদও

Board of Primary Education: এর আগে আদালতের নির্দেশে অপসারিত হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তারপর থেকেই তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল।

Board of Primary Education: মানিকের জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, ১১ সদস্যের অ্যাড হক কমিটিতে নৃসিংহপ্রসাদও
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 7:40 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর পদ খুইয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। এবার তার জায়াগায় নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পাচ্ছেন গৌতম পাল। তিনি বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি হয়েছে। অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ অন্যান্যরা। নতুন এই কমিটি নিয়েই শিক্ষা দফতরের অন্দরে চলছে জোরদার চর্চা। 

প্রসঙ্গত, এর আগে আদালতের নির্দেশে অপসারিত হয়েছিলেন মানিক ভট্টাচার্য। গত জুন মাসে তাঁকে পদ থেকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল। তবে এতদিন আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ সামলাচ্ছিলেন রত্না চক্রবর্তী বাগচী।  এবার সামনে এল গৌতম পালের নাম। এদিকে মানিক ভট্টাচার্যের অপসারণের পর অস্বস্তি বেড়েছিল রাজ্য সরকারের। তবে কী এবার গৌতমবাবুকে এনে ভাবমূর্তি রক্ষা করার করার চেষ্টা করছে সরকার?  উঠছে প্রশ্ন। 

নতুন অ্যাড হক কমিটিতে রয়েছেন মোট ১১ জন সদস্য। শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ রয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানরাও। স্কুল শিক্ষা দফতরের তরফে জারি হয়েছে বিবৃতি। আগামী এক বছরের জন্য তাঁদের এই কমিটিতে রাখা হচ্ছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্য়াক্ট, ১৯৭৩-এর ১৮এ(১) ধারা বলেই এই নতুন পরিবর্তন করা হয়েছে বলেও বিবৃতিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে।