Gold Smuggling: জিভের নীচে, অন্তর্বাসের মধ্যে লুকনো লক্ষাধিক টাকার সোনা, ধরা পড়ল কলকাতা বিমানবন্দরে
Gold Smuggling: মঙ্গলবার ব্যাঙ্কক থেকে কলকাতাগামী এক বিমানের যাত্রীকে আটক করা হয়েছে বিমানবন্দরে। বাজেয়াপ্ত করা হয়েছে ১০ লক্ষের বেশি টাকার সোনা।

কলকাতা : ফের সোনা পাচারকারীকে আটক করা হল কলকাতা বিমানবন্দরে। উদ্ধার হল লক্ষাধিক টাকার সোনা। মঙ্গলবার বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করা হয়েছে। প্রায় ২০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর, যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ২৪ হাজার ৫৪০ টাকা। ব্যাংকক থেকে কলকাতা গামী বিমানে ওই যাত্রী আসেন বলে জানা গিয়েছে। এক অভিনব কায়দায় সোনা পাচার করা হচ্ছিল। যাত্রীর জিভের তলায় লুকনো ছিল সোনার বোতাম। বুঝতে পেরেই তাঁকে আটক করা হয়।
মঙ্গলবার স্পাইস জেটের এসজি ৭৪৩ বিমানটি ব্যাঙ্কক থেকে এসে কলকাতায় অবতরণ করে। এরপর গ্রিন চ্যানেল পার করার সময়ই আধিকারিকদের সন্দেহ হয় এক যাত্রীকে নিয়ে। ওই ব্যক্তির নাম নীরজ কুমার, তিনি ভারতীয় নাগরিক। শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স বিভাগের আধিকারিকরা দেখেন, ভাল ভাবে কথা বলতে পারছেন না ওই ব্যক্তি। তখনই সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন আধিকারিকরা।
জিজ্ঞাসাবাদ করার সময়ই দেখা যায় বেরিয়ে আসে আসল সত্যি। মুখ খুলে ভাল করে পরীক্ষা করতে যেতেই চমকে যান আধিকারিকরা। জিভের নীচে আটকানো একগুচ্ছে সোনার বোতাম। এরপর আরও তল্লাশি শুরু করেন অফিসারেরা। ব্যাগ থেকে, মোজার ভিতর থেকে, অন্তর্বাসের মধ্যে থেকেও উদ্ধার করা হয় সোনা। শুধু সোনার বোতাম নয়, সোনার বিস্কুটও উদ্ধার হয়। তাঁর সঙ্গে কোনও আন্তর্জাতির পাচার চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছেন শুল্ক দফতরের আধিকারিকরা।
গত মাসেও একই রকমভাবে সোনা পাচার আটকানো হয় কলকাতা বিমানবন্দরে। কারও অন্তর্বাস, কারও জুতোর সোল থেকে পাওয়া গিয়েছিল সোনা। গত ৩০ জুলাই একই দিনে একাধিক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়। কারও কাছ থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম, কারও কাছ থেকে ৯০০ গ্রাম সোনা। সাধারণত যে সব দেশে সোনার দাম কম, সেখান থেকে সোনা এ ভাবে পাচার করার চেষ্টা হয়।
