CV Ananda Bose: ভোটের আবহে পোর্টাল খুললেন রাজ্যপাল বোস, কী হতে চলেছে জানেন?

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Mar 17, 2024 | 11:05 PM

CV Ananda Bose: ভোটের আবহে রাজ্যে কোনও অশান্তি, বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে না তৈরি হয় সে কথা মাথায় রেখে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোথাও কোনওরকম সমাজবিরোধী কাজ হলে সরাসরি সেখানে জানানো যেত। রাজভবন সূত্রে খবর, লোগ সভা পোর্টাল খুললেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য।

CV Ananda Bose: ভোটের আবহে পোর্টাল খুললেন রাজ্যপাল বোস, কী হতে চলেছে জানেন?
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটের সময় পিসরুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালির সময়ও সেই ছবি দেখা গিয়েছিল রাজভবনে। লোকসভা ভোটের আগে এবার পোর্টালই খুলে ফেললেন তিনি। পিসরুমের পরে এবার লোকসভা পোর্টাল খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই ‘লোগ সভা’ নামে এই পোর্টাল কাজ করছে।

ভোটের আবহে রাজ্যে কোনও অশান্তি, বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে না তৈরি হয় সে কথা মাথায় রেখে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোথাও কোনওরকম সমাজবিরোধী কাজ হলে সরাসরি সেখানে জানানো যেত। রাজভবন সূত্রে খবর, লোগ সভা পোর্টাল খুললেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য।

logsabha.rajbhavankolkata@gmail.com এই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। গ্রিভান্স কিংবা কোনও পরামর্শ থাকলে তা নিয়ে তৎক্ষণাৎপদক্ষেপ করা হবে। অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সন্দীপ রাজপুত এই ‘লোগ সভা’র নোডাল অফিসার। ইতিমধ্যেই রাজ্যপাল জানিয়েছেন, লোকসভা ভোটের সময় তাঁর মূল নজরই থাকবে যাতে কোথাও কোনওরকম হিংসা অশান্তির ঘটনা না ঘটে। কোনও বেনিয়ম কোথাও যাতে না হয়। তাঁর কথায়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারাটা বাংলার মানুষের অধিকারের মধ্যে পড়ে।

Next Article