Suvendu Adhikari: ভোটের বাংলা ছেড়ে দিল্লি গেলেন শুভেন্দু, ২২ প্রার্থী নিয়ে বড় কিছু?

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 17, 2024 | 11:27 PM

Suvendu Adhikari: রবিবার কলকাতা বিমানবন্দরে এ নিয়ে শুভেন্দুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ নিয়ে কোনও মন্তব্য করবেন না। একইসঙ্গে বলেন, দিল্লিতে তাঁর অনেকরকম কাজ থাকে। একইসঙ্গে এদিন সিএএ নিয়েও বলেন শুভেন্দু। বলেন, গোটা রাজ্যের মানুষই বুঝেছেন এই সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কাড়ার জন্য নয়।

Suvendu Adhikari: ভোটের বাংলা ছেড়ে দিল্লি গেলেন শুভেন্দু, ২২ প্রার্থী নিয়ে বড় কিছু?
বিমানবন্দরে শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। বিজেপি এখনও অবধি বাংলার ৪২টি আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এদিকে শনিবারই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু। এই আবহে শুভেন্দুর রাজধানী-সফর কি পরবর্তী তালিকা প্রকাশের বিষয়কে সামনে রেখেই?

রবিবার কলকাতা বিমানবন্দরে এ নিয়ে শুভেন্দুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ নিয়ে কোনও মন্তব্য করবেন না। একইসঙ্গে বলেন, দিল্লিতে তাঁর অনেকরকম কাজ থাকে। একইসঙ্গে এদিন সিএএ নিয়েও বলেন শুভেন্দু। বলেন, গোটা রাজ্যের মানুষই বুঝেছেন এই সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কাড়ার জন্য নয়। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল নানারকম উস্কানি দিয়ে চলেছে এ নিয়ে। তাঁর দাবি, মানুষকে তৃণমূল ভুল বোঝানোর শতচেষ্টা করলেও লাভ হবে না।

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করেছে কেন্দ্র সরকার। এই আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসে থাকলে সেই সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টানরা এই নাগরিকত্ব পাবেন। ধর্মীয় উৎপীড়নের কারণে যাঁরা এ দেশে চলে আসেন, নাগরিক হতে চান, তাঁদের জন্যই এই আইন। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বক্তব্য, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতে আছেন, ভোট দেন, আধার ভোটার কার্ড আছে, তাদের নতুন করে কেন দেশের নাগরিক হতে হবে? সিএএর বিরোধিতা প্রথম থেকেই তৃণমূলের গলায়।

Next Article