এসএসসি মামলায় এবার রাজ্যের কাছে নথি তলব করল কলকাতা হাইকোর্ট
SSC: একদিকে অভিযোগ উঠেছে, ২০১৬-র নিয়োগের বিধি না মেনেই নতুন বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে এসএসসি। অন্যদিকে, ২০১৬ সালের শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে। সেটাও করা যায় না বলে অভিযোগ।

কলকাতা: এসএসসি র নতুন নিয়োগের বিধি ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় এবার রাজ্যের কাছে একগুচ্ছ নথি তলব করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যে মামলায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে, সেই মামলাকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য যে সমস্ত হলফনামা ও নথি জমা দিয়েছে, সে সব নথি আগামী শুনানিতে জমা দিতে হবে হাইকোর্টে।
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে নতুন রুল ও বিজ্ঞপ্তির যে সব অংশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে, সোমবারের শুনানিতে তার জবাব দিতে হবে রাজ্যকে।
একদিকে অভিযোগ উঠেছে, ২০১৬-র নিয়োগের বিধি না মেনেই নতুন বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে এসএসসি। অন্যদিকে, ২০১৬ সালের শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে। সেটাও করা যায় না বলে অভিযোগ। ২০১৬ সালের শূন্যপদের সঙ্গে এ বছরের নতুন শূন্যপদ মিলিয়ে নিয়োগের বিরোধিতা করা হয়েছে। এইসব প্রশ্নেরই সোমবার রাজ্যের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট।
