বই ছাড়াই অর্ধেক বছর কেটে গেল, পরীক্ষাও হয়ে গেল, রাজ্যে চলছে ‘আজব’ শিক্ষা
Education: গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে সেই শিক্ষাবর্ষ। ডিসেম্বর মাস এসে যাওয়ার পরও ওই সব বিষয়ের বই হাতে আসেনি। ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে। কোনও বই ছাড়াই পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা।
কলকাতা: আজব রাজ্য, আজব শিক্ষা! এক বছর ধরে গোটা রাজ্যে পড়াশোনা চলছে, পরীক্ষাও হয়ে গেল, কিন্তু পড়ুয়াদের হাতে বই নেই। পড়ুয়াদের হাতে ন্যূনতম বইটুকুই তুলে দিতে পারছে না শিক্ষা দফতর। রাজ্যের শিক্ষার বেহাল দশা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতা সরকারকে। স্কুলগুলির জরাজীর্ণ অবস্থা, শিক্ষকের অভাব সহ অভিযোগ রয়েছে অনেক। তাই বলে বই ছাড়াই পড়াশোনা! তা কী করে সম্ভব?
৬টি নতুন বিষয়ে বই নেই। কোনও ক্রমে চলছে পড়াশোনা। বই ছাড়া কীভাবে পড়াশোনা করাচ্ছেন? উত্তর নেই শিক্ষক-শিক্ষিকাদের কাছেও। পড়ুয়াদের বা শিক্ষকদের একমাত্র ভরসা ‘গুগল’। প্রশ্ন হল, সেটাও কি সর্বত্র সম্ভব? বই না পেয়ে কার্যত দিশেহারা পড়ুয়ারা। পড়াশোনায় আগ্রহও হারাচ্ছে তারা।
মাস কমিউনিকেশন, ডেটা সায়েন্স, হেল্থ অ্যান্ড কেয়ার, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সহ ৬টি বিষয়ে পড়াশোনা শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষে। গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে সেই শিক্ষাবর্ষ। ডিসেম্বর মাস এসে যাওয়ার পরও ওই সব বিষয়ের বই হাতে আসেনি। ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে। কোনও বই ছাড়াই পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা।
এই খবরটিও পড়ুন
পড়ুয়ারা জানাচ্ছেন, আরও একটি সেমিস্টার আসন্ন, কিন্তু বইয়ের দেখা মিলছে না। শিক্ষক-শিক্ষিকাদের ধারণার ওপর ভিত্তি করেই চলছে পড়াশোনা। পড়ুয়াদের দাবি, তারা বিষয়টা সম্পর্কে জানতেই পারছেন না ভালভাবে।
সমস্যা নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে পৌঁছেছিল TV9 বাংলা। কিন্তু তিনি যা শোনালেন, তাতে আশা দেখা গেল না খুব একটা। বই কবে আসবে, তার কোনও সদুত্তর নেই। তবে সংসদ সভাপতি জানিয়েছেন, বইয়ের পরিবর্তে পড়ুয়াদের পিডিএফ (pdf) ফাইল দেবে সংসদ। তাতে থাকবে স্টাডি মেটেরিয়াল, আর তা দিয়েই পরীক্ষার বৈতরণী পার করতে হবে পড়ুয়াদের।