Congress: কোথায় দাঁড়াতে পারেন অধীর? কত আসনে লড়াই? দেখে নিন কারা হতে পারেন বাংলার কংগ্রেস প্রার্থী

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Mar 17, 2024 | 2:22 PM

Congress: ৮ আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আইএসএফ। ৮ আসনের নাম নিয়েও জোর গুঞ্জন চলছে। সেই আসনগুলির মধ্যে আবার যাদবপুর, শ্রীরামপুরের মতো আসনও রয়েছে। এই আসনগুলিতে ইতিমধ্য়েই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামেরা।

Congress: কোথায় দাঁড়াতে পারেন অধীর? কত আসনে লড়াই? দেখে নিন কারা হতে পারেন বাংলার কংগ্রেস প্রার্থী
প্রতীকী চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। তবে বাংলার জন্য এখনও পর্যন্ত কোনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে শীঘ্রই ঘোষণা হতে পারে। কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে নেপাল মাহাতো, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, ইশা খান চৌধুরীদের নাম। শোনা যাচ্ছে বাংলায়  ৮ থেকে ১১ টি আসনে লড়তে পারে কংগ্রেস। আসন সমঝোতা হতে পারে আইএসএফ, বামেদের সঙ্গেও। সেই জল্পনা দীর্ঘদিন থেকে চললেও কোন কোন আসনে সমঝোতা হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। বামেরাও এখনও পর্যন্ত ১৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আইএসএফ, কংগ্রেসের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেই বাকি প্রার্থী ঘোষণা করতে পারে বামেরা।

অন্যদিকে ৮ আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আইএসএফ। ৮ আসনের নাম নিয়েও জোর গুঞ্জন চলছে। সেই আসনগুলির মধ্যে আবার যাদবপুর, শ্রীরামপুরের মতো আসনও রয়েছে। এই আসনগুলিতে ইতিমধ্য়েই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামেরা। সূত্রের খবর, পুরুলিয়া, বহরমপুর, রায়গঞ্জ, দার্জিলিং, কলকাতা উত্তর, মালদা দক্ষিণ, মালদা উত্তরে শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে হাত শিবির।

শোনা যাচ্ছে পুরুলিয়া থেকে লড়তে পারেন নেপাল মাহাতো। বহরমপুর থেকে লড়তে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রায়গঞ্জ থেকে লড়তে পারেন ইমরান আলি রামজ ভিক্টর। দার্জিলিং থেকে লড়তে পারেন বিনয় তামাং। শোনা যাচ্ছে শঙ্কর মালাকারের নামও। কলকাতা উত্তর থেকে লড়তে পারেন সুমন পাল বা প্রদীপ ভট্টাচার্য। মালদা দক্ষিণ থেকে লড়তে পারেন ইশা খান চৌধুরী। মালদা উত্তর থেকে লড়তে পারেন আলম মোস্তাক।

Next Article