কলকাতা: বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলা ভাল, প্রাক্তন বিচারপতিকে দিলেন পরামর্শ। ঠিক কোন কাজ করলে তাঁর সম্মানহানি হবে না সে কথাও টুইট করে জানিয়েছেন কুণাল। আর তাঁর উত্তরে পাল্টা কুণাল ঘোষকে ধন্য়বাদ জানাতেও ভোলেননি অভিজিৎবাবু
বিজেপি-তে যোগদানের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন রাজ্যের শাসকদল তৃণমূলকে একহাত নিয়েছিলেন পাল্টা তার যথাযথ উত্তরও দিয়েছে ঘাসফুল শিবির। অভিজিৎবাবু তৃণমূলের তাবড় নেতাদের একাংশকে দুষলেও কুণাল সম্পর্কে কিন্তু তাঁর ছিল নরম। তবে বিজেপি নেতাকে কড়া ভাষায় আক্রমণ শানাতে ভোলেননি তৃণমূলের কুণাল।
রবিবার আবার তৃণমূল নেতার এক্স হ্যান্ডেলে দেখা গেল এই সংক্রান্ত একটি পোস্ট। যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ দিতে দেখা গেল কুণাল ঘোষকে। তবে শুধু উপদেশ নয়, সঙ্গে কটাক্ষও ছিল। কুণাল লিখেছেন, “অভিজিৎবাবু হাতে এখনও সময় আছে। ওদের বলে দিন তমলুকে প্রার্থী হবেন না। কারণ সেখানে তৃণমূল জিতবে। কারণ দু’মাস পর আপনার সম্মান নষ্ট হবে।”
শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়,
পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ।
আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত।
ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে।
বিজেপিতে গিয়ে সমালোচিত।
অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না।
তমলুকে @AITCofficial জিতবে।
দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।
যে আপনাকে তমলুক…— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 17, 2024
একই সঙ্গে তীর্যক মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তবে হ্যাঁ শুভেন্দুর নাম উল্লেখ কিন্তু করেননি। তবে কুণালের লেখনী দেখেই একাংশ রাজনীতিকদের দাবি কুণাল কটাক্ষ করেছেন বিরোধী দলনেতাকে। লিখেছেন, “অভিজিৎবাবু যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে। কারণ তার দলে কোনও বড় নাম সহ্য করতে পারে না।” তবে কুণালের এই মত দানে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টিভি ৯ বাংলাকে বলেন, “কুণালবাবু আপনাকে শুভেচ্ছা। আপনার এই পরামর্শ ও উপদেশের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।”