Mamata Banerjee: বাজপেয়ী থেকে মনমোহন, কেমন ছিল দিল্লির সঙ্গে মমতার সম্পর্ক?

Mamata Banerjee: কেন্দ্রীয় সরকারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করার ইতিহাস আছে তৃণমূলের। মাঝপথে ছেড়ে বেরিয়ে আসার নজিরও রয়েছে মমতার। গত ২৬ বছরে দিল্লির সঙ্গে ঘাসফুলের সমীকরণ কোন পথে বদলেছে।

Mamata Banerjee: বাজপেয়ী থেকে মনমোহন, কেমন ছিল দিল্লির সঙ্গে মমতার সম্পর্ক?
দিল্লির সঙ্গে মমতার সমীকরণ বদলেছে বারবারImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: May 16, 2024 | 6:06 PM

কলকাতা: ইন্ডিয়া জোট যদি কেন্দ্রে সরকার গঠন করে, তাহলে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন ঘোষণা ঘিরেই ২৪-এর ভোট আবহে তৈরি হয়েছে নয়া জল্পনা। তবে কি মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা বললেন? যে জোটে কংগ্রেস-সিপিএম থাকছে, তাদের সঙ্গে মন্ত্রিসভায় যোগ দিতে অস্বস্তি হবে বলেই কি এমন ঘোষণা? তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় সরকারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করার ইতিহাস আছে তৃণমূলের। মাঝপথে ছেড়ে বেরিয়ে আসার নজিরও রয়েছে মমতার। গত ২৬ বছরে দিল্লির সঙ্গে ঘাসফুলের সমীকরণ কোন পথে বদলেছে…

১৯৯৮- প্রথম NDA সরকার

কেন্দ্রের সঙ্গে মমতার সমীকরণ জানতে হলে ফিরে যেতে হবে ১৯৯৮ সালে। ওই বছরেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন মমতা। সেই বছরেই ছিল লোকসভা নির্বাচন। সেবার বাংলা থেকে ৭টি আসন পায় মমতার এই নব্য দল। সেই সময় বাইরে থেকে সমর্থন করেছিলেন মমতা। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপি তখন বিভিন্ন দলের সমর্থন নিয়ে কোনও ক্রমে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী।

১৯৯৯- আবার ভোট দিল্লিতে

জয়ললিতার এআইএডিএমকে (AIADMK) সমর্থন তুলে নিতেই পড়ে যায় দিল্লির সরকার। ফলে ১৯৯৯ সালে আবার লোকসভা নির্বাচন হয়। তখন এনডিএ-র সঙ্গে জোটে ছিল তৃণমূল। সেবার বাংলা থেকে তৃণমূলের আসন বেড়ে হয় ৮। বাজপেয়ীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

২০০১- এনডিএ-তৃণমূল সম্পর্কে ছেদ

সব ঠিক চলছিল। ২০০১ সালে মমতা তখনও রেল মন্ত্রী। কিন্তু বাজপেয়ী সরকারের মন্ত্রীর বিরুদ্ধেই আওয়াজ তোলেন মমতা। কফিন কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে। মন্ত্রীর ইস্তফার দাবি পর্যন্ত জানান মমতা। অনেক চাপান-উতোরের পর পদত্যাগও করেন জর্জ ফার্নান্ডেজ। তারপরও মেনে নেননি মমতা। দুর্নীতির অভিযোগ তুলে এনডিএ জোট ত্যাগ করেন। ২০০১ -এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই জোট ছাড়েন মমতা।

২০০৩- বাজপেয়ী সরকারে মমতার প্রত্যাবর্তন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ধাক্কা খান মমতা। রাজনৈতিক মহলের একাংশ বলে, এরপর এনডিএ-তে ফেরা ছাড়া আর কোনও বিকল্প ছিল না মমতার কাছে। ২০০৩ সালে তিনি ফিরতে চাইলেও বাজপেয়ীর শরিকদের অনেকেরই পছন্দ হয়নি বিষয়টা। চাপ থাকা সত্ত্বেও বাজপেয়ী ফেরান মমতাকে। বেশ কিছুদিন মন্ত্রী পদ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে ২০০৪-এর লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে কয়লা মন্ত্রকের দায়িত্ব পান মমতা।

২০০৪- প্রথম UPA সরকারের শরিক হননি মমতা

ক্ষমতায় আসে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার। কিন্তু বাইরে-ভিতরে কোথাও ছিলেন না মমতা। রাজ্যে সিপিএম-এর বিরুদ্ধে লড়াই জারি ছিল নেত্রীর।

২০০৯- আবার দিল্লিতে ‘শরিক’ মমতা, ৬ মন্ত্রী

২০০৯ সালে যখন কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার আবারও ক্ষমতায় ফিরল, তখন সেই জোটের হাত ধরেছিলেন মমতা। ১৯ জন সাংসদ দিয়েছিল তৃণমূল। আবারও রেল মন্ত্রক পান মমতা বন্দ্যোপাধ্যায়। আরও ৫ সাংসদ পান প্রতিমন্ত্রীর পদ।

২০১২- আবারও ক্ষোভ, আবারও সম্পর্কের ‘ইতি’

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই ছেড়ে দেন রেল মন্ত্রীর পদ। তার ঠিক মাস কয়েক পরই কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ইতি মমতার। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর ইউপিএ সরকারের হাত ছাড়েন মমতা। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করেছিলেন তিনি। একই সঙ্গে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ করেন। ইস্তফা দেন মমতার দলের মন্ত্রীরা। এরপরই রাজ্যে মমতার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন কংগ্রেসের ৬ মন্ত্রী। উল্লেখ্য, কংগ্রেসকে সঙ্গে নিয়েই রাজ্যে সরকার গঠন করেছিলেন মমতা।

এরপর আর কেন্দ্রীয় সরকারের শরিক হতে দেখা যায়নি মমতাকে। নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন আর দিল্লি-মুখী হয়নি তৃণমূল। এবার ২৪-এর লোকসভা ভোটের আগে কংগ্রেস-সিপিএম সহ একাধিক দলের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটের মঞ্চে দেখা যায় মমতাকে। যদিও তিনি জানিয়েছেন, রাজ্যে তৃণমূল-সিপিএম-কংগ্রেস এক নয়। তবে কেন্দ্রে বিরোধী জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন মমতা।

শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে