AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vidyasagar Setu: রাতে টানা ৬ ঘণ্টা আংশিক বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন দিকে গাড়ি ঘোরাবেন?

Vidyasagar Setu: আজ রাত ১২টা থেকে আগামিকাল ভোর ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর হাওড়াগামী ফ্ল্যাঙ্ক বন্ধ রাখা হবে। তবে এই নিয়ম শুধুমাত্র পণ্যবাহী গাড়ির জন্য। রাতের এই ছয় ঘণ্টা পণ্যবাহী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে স্ট্র্যান্ড রোড হয়ে হয়ে হাওড়া ব্রিজ হয়ে পাস করানো হবে। তবে পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য় গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা থাকছে না।

Vidyasagar Setu: রাতে টানা ৬ ঘণ্টা আংশিক বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন দিকে গাড়ি ঘোরাবেন?
বিদ্যাসাগর সেতুImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 7:28 PM
Share

কলকাতা: দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াত করেন? তাহলে আজ রাতে সমস্যায় পড়তে হবে পারে আপনাকে। সোমবার রাত ১২টার পর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে (বিদ্যাসাগর সেতু)। আজ রাত ১২টা থেকে আগামিকাল ভোর ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর হাওড়াগামী ফ্ল্যাঙ্ক বন্ধ রাখা হবে। তবে এই নিয়ম শুধুমাত্র পণ্যবাহী গাড়ির জন্য। রাতের এই ছয় ঘণ্টা পণ্যবাহী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে স্ট্র্যান্ড রোড হয়ে হয়ে হাওড়া ব্রিজ হয়ে পাস করানো হবে। তবে পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য় গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা থাকছে না।

আপাতত ট্রায়াল রান হিসেবে পণ্যবাহী গাড়ির জন্য এই পরিবর্তিত রুটকে ব্যবহার করা হচ্ছে। ট্রায়াল রানের ফলাফল অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কারের কাজের জন্য আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এই ট্রায়াল রান চালানো হচ্ছে। বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজের জন্য বেশ কিছুদিন সেতুর উপর দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে এই ট্রায়াল রানের থেকে কী ফলাফল আসছে, তার উপর ভিত্তি করে লালবাজার সিদ্ধান্ত নেবে কবে থেকে বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য বন্ধ রাখা হবে।

এর আগেও একবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে। গতমাসে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েও, শেষ পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়নি। সূত্রের খবর, পথ বিভাজিকা সরানোর কাজ শেষ না হওয়ার কারণেই তখনকার মতো যান চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত বদল করতে হয়েছিল।