AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIM Joka Case: পেরিয়ে যাচ্ছে তারিখ, দেখা নেই নির্যাতিতার! IIM জোকা ধর্ষণ-কাণ্ডে শুধুই ‘ধন্দ’

IIM Joka Case: সেদিন তৃতীয়বারের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। যার জেরে ফের একবার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আপাতত চতূর্থবারের জন্য আরও পরের সপ্তাহের শুক্রবার আরও একটি দিন ধার্য করল আদালত।

IIM Joka Case: পেরিয়ে যাচ্ছে তারিখ, দেখা নেই নির্যাতিতার! IIM জোকা ধর্ষণ-কাণ্ডে শুধুই 'ধন্দ'
আইআইএম কলকাতাImage Credit: X
| Edited By: | Updated on: Jul 19, 2025 | 6:39 PM
Share

কলকাতা: তারিখ পে তারিখ। কিন্তু খোঁজ নেই নির্যাতিতার। সাধারণ ভাবেই এই রকম ধর্ষণের ঘটনায় বিচারকের সামনে পুলিশের উপস্থিত গোটা ঘটনার গোপন জবানবন্দি দিয়ে থাকে নির্যাতিতারা। কিন্তু আইআইএম জোকা-কাণ্ডে সেই ছবির দেখা মিলছে না।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, তিনবার তিন দিন ঠিক করেও কোনও কাজ হয়নি। জবানবন্দি দেওয়ার কোনও বালাই নেই। কার্যত গোটা তদন্তে যেন ‘অসহযোগিতা’ করছেন খোদ নির্যাতিতাই।

শুক্রবার জোকা আইআইএম-এ ধর্ষণের ঘটনায় গোপন জবানবন্দি দেওয়ার জন্য নির্যাতিতাকে আলিপুর আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও হদিশ মেলে না তাঁর। জানা গিয়েছে, সেদিন তৃতীয়বারের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। যার জেরে ফের একবার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আপাতত চতূর্থবারের জন্য আরও পরের সপ্তাহের শুক্রবার আরও একটি দিন ধার্য করল আদালত।

একই ভাবে মেডিকো লিগ্য়াল টেস্ট, যা সাধারণ ভাবে ধর্ষণের ঘটনার পর হয়ে থাকে। সেই টেস্টের সময়সীমা পেরিয়ে গেলেও নির্যাতিতার তরফ থেকে সম্মতি মেলেনি। আর তার সম্মতি এই টেস্ট অসম্ভব।

উল্লেখ্য, এদিন নির্যাতিতার গরহাজিরা হাতিয়ার করে IIM-কাণ্ডে অভিযুক্তের জামিনের আবেদন করে তার সওয়ালকারী। এমনকি, অভিযোগকারী বা নির্যাতিতার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন তিনি। পাল্টা জেল হেফাজতের আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী। যাতে সায় দিয়েছে আদালত। খারিজ হয়েছে অভিযুক্তের জামিন আবেদন।