Weather Update: বেড়ে গেল তাপমাত্রা, আচমকাই পাল্টি খেল আবহাওয়া
Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢোকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস যা জানাচ্ছে, আপাতত ১৮-১৯ ডিগ্রির আশপাশে থাকবে কলকাতার পারদ।
কলকাতা: হালকা-হালকা শীতের আমেজ পড়েছে। তার জেরে শীতপ্রেমীরা বেশ খুশিই হয়েছেন। নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত না হলেও সম্প্রতি কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এর মধ্যেই আবার বেড়েছে রাতের তাপমাত্রা। তাহলে জাঁকিয়ে শীত পড়বে কবে?
আলিপুর আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢোকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস যা জানাচ্ছে, আপাতত ১৮-১৯ ডিগ্রির আশপাশে থাকবে কলকাতার পারদ। শুধু রাতে-সকালেই মিলবে ঠান্ডার আমেজ। মধ্য ডিসেম্বরের আগে শীত নয়, বলছেন আবহবিদরা
এ দিকে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। তবে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। ফলত, শীতের আমেজের ধাক্কার সম্ভাবনা নেই। নিম্নচাপটি তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে জানিয়েছে নয়াদিল্লি মৌসম ভবন।