AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Live: সকালে আদমপুর এয়ারবেসে হাজির প্রধানমন্ত্রী মোদী, ফের বৈঠকে রাজনাথ সিং

| Edited By: | Updated on: Jun 19, 2025 | 12:37 PM

India Pakistan Tensions Live Updates: সোমবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর'কে ‘নিউ নর্ম্যাল’ বলে ব্যাখ্যা করেন তিনি। মোদী জানিয়েছেন, অপারেশন স্থগিত রাখা হয়েছে।

India-Pakistan Live: সকালে আদমপুর এয়ারবেসে হাজির প্রধানমন্ত্রী মোদী, ফের বৈঠকে রাজনাথ সিং
Image Credit source: ANI

অপারেশন আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে জঙ্গি কার্যকলাপের জবাব যে আবারও এভাবেই দেবে ভারত, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তবে সংঘাতের আবহে আতঙ্ক কাটছে না এখনও। তাই একাধিক বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-র মতো সংস্থাগুলি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 May 2025 12:33 PM (IST)

    আদমপুর এয়ারবেসে হাজির প্রধানমন্ত্রী

    সোমবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মঙ্গলবার সকালেই আদমপুর এয়ারবেসে পৌঁছলেন তিনি। এদিন সকালে পঞ্জাবের ওই এয়ারবেসে গিয়ে এয়ারফোর্সের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

  • 13 May 2025 12:20 PM (IST)

    তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং

    আবারও অপারেশন সিঁদুর নিয়ে বৈঠক! মঙ্গলবার দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

  • 13 May 2025 10:43 AM (IST)

    সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই

    যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনও শান্ত হল না। সোপিয়ানে শুরু হল সেনা-জঙ্গি গুলির লড়াই। মঙ্গলবার সোপিয়ানের জঙ্গলে তল্লাশি চলাকালীন এই গুলির লড়াই শুরু হয়েছে।

  • 13 May 2025 09:53 AM (IST)

    ১১ দিনের তিরঙ্গা যাত্রা বিজেপির

    ভারতীয় সেনাকে সম্মান জানাতে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা করবে বিজেপি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১১ দিনের সেই যাত্রা। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য অভিবাদন জানানো হবে সেনাকে। ১৩ থেকে ২৩ মে পর্যন্ত চলবে সেই যাত্রা।

  • 13 May 2025 08:17 AM (IST)

    একাধিক রুটের বিমান বাতিল

    আজ, মঙ্গলবার দেশের পশ্চিম ও উত্তরের একাধিক রুটে বিমান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো।

    জম্মু, লেহ, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট যাওয়ার ও আসার বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

    সোমবার রাতে দিল্লি থেকে একটি বিমান উড়লেও অমৃতসরে অবতরণ না করে আবারও ফিরে যায় দিল্লি। ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় ঘুরিয়ে দেওয়া হয় বিমান।

  • 23 Oct 2024 05:28 PM (IST)

    চলবে তো মেট্রো?

    শিয়ালদহে লোকাল শাটডাউন, দানা আতঙ্কের মধ্যে চলবে তো মেট্রো? জেনে নিন কী বলছেন মেট্রো কর্তারা? 

    Kolkata Metro New

    কী বলছেন মেট্রো কর্তারা?

Published On - May 13,2025 8:08 AM

Follow Us: