কলকাতা: বিচারপতি থাকাকালীনই কি রাজনৈতিক দলের সঙ্গে যোগ ছিল? রায়গুলো কি পক্ষপাতদুষ্ট ছিল? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই এমন প্রশ্ন তুলেছে তৃণমূল। কিন্তু সেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে পাল্টা বিতর্ক। প্রশ্ন উঠেছে পুলিশের উর্দি পরেই কি তৃণমূলে যোগ দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন গত শনিবার। আর রবিবারই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এবার প্রশ্ন তুলছে বিজেপি।
রায়গঞ্জ রেঞ্জের আইজি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল। এরপরই টুইটে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, বাংলার পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট, তার একটা বড় উদাহরণ এই প্রসূন বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করার একদিন পরই প্রার্থী হয়েছেন। এর থেকে বোঝা যায়, পুলিশ অফিসার হিসেবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আজ্ঞাবহ ছিলেন তিনি।
তবে প্রাক্তন আইপিএসের দাবি, তিনি এসবে আমল দিচ্ছেন না। তাঁর মতে, ভয় পেয়েই এসব কথা বলছে বিজেপি। তাঁর কাছে রাজনীতি মানুষের কাছে পৌঁছনোর একটা জায়গা। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের এই রাজনীতি মা মাটি মানুষের জন্য়। বাজে লোকের কথার রিঅ্যাকশন আমি দিই না।” পুলিশ আধিকারিক পদ সম্পর্কে তিনি বলেন, “ওটা অতীত। এখন আমি পুরোপুরি একজন রাজনৈতিক কর্মী। ওরা জাস্ট ভয় পাচ্ছে। বাংলার প্রতি যে বঞ্চনা করা হয়েছে, কোথাও একটা এর বিরুদ্ধে কথা বলা দরকার ছিল।” জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।