IT Raid In Swarup Biswas House: ২৪ ঘণ্টা হতে চলল এখনও মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়েননি IT কর্তারা, কীসের খোঁজ পেতে চাইছেন তাঁরা?
IT Raid: গতকাল থেকেই ৬ জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়েল স্টেড ব্যবসায়ী বাড়িতেও আয়কর হানা দিয়েছে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই ২৪ ঘণ্টা ধরে চলছে তল্লাশি।
কলকাতা: রাত পেরিয়ে সকাল হয়েছে। কিন্তু এখনও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়েননি আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার একেবারে কাকভোরে স্বরূপের বাড়িতে কড়া নাড়ে কেন্দ্রীয় এজেন্সি। এখনও পর্যন্ত তাঁর বাড়িতেই রয়েছেন গোয়েন্দা আধিকারিকের দল। এত কী খুঁজছে তারা? উপযুক্ত নথি কি হাতে এসেছে? নাকি তথ্য পেতে আরও কিছুটা সময় লাগবে? সব উত্তর যদিও সময় দেবে।
গতকাল থেকেই ৬ জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়েল স্টেড ব্যবসায়ী বাড়িতেও আয়কর হানা দিয়েছে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই ২৪ ঘণ্টা ধরে চলছে তল্লাশি। প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, উদ্ধার বেশ কিছু নথিপত্র।
উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে।