Saayoni Ghosh: রামনবমীতে গেরুয়া পাগড়ি মাথায় সায়নীর প্রশ্ন, ‘শ্রীরাম কি কারও পৈতৃক সম্পত্তি?’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 17, 2024 | 6:24 PM

Saayoni Ghosh: ভোটের মুখে রামনবমীর মিছিল থেকে পুরোদমে রাম-আবেগে শান দেওয়ার চেষ্টায় দেখা গেল তৃণমূলের প্রার্থীদের। যদিও সায়নীর বক্তব্য, ভগবান রামের নামে ভোট চাওয়ার কাজ তৃণমূল করে না। তবে শিয়রে যখন লোকসভা ভোট, তখন এই দৃশ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Saayoni Ghosh: রামনবমীতে গেরুয়া পাগড়ি মাথায় সায়নীর প্রশ্ন, শ্রীরাম কি কারও পৈতৃক সম্পত্তি?
সায়নী ঘোষ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের মুখে রাম নবমীর শোভাযাত্রায় সায়নী ঘোষ। একেবারে অন্য মেজাজে দেখা মিলল তৃণমূল রাজ্য যুব সভানেত্রী তথা শাসক দলের যাদবপুরের প্রার্থী সায়নীকে। মাথায় গেরুয়া পাগড়ি পরে হুড খোলা গাড়িতে ঘুরলেন শোভাযাত্রার সঙ্গে সঙ্গে। সায়নীর সঙ্গে ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। ভোটের মুখে রামনবমীর মিছিল থেকে পুরোদমে রাম-আবেগে শান দেওয়ার চেষ্টায় দেখা গেল তৃণমূলের প্রার্থীদের। যদিও সায়নীর বক্তব্য, ভগবান রামের নামে ভোট চাওয়ার কাজ তৃণমূল করে না। তবে শিয়রে যখন লোকসভা ভোট, তখন এই দৃশ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের যুব নেত্রীর প্রশ্ন, ‘শ্রীরাম কি কারও পৈতৃক সম্পত্তি? নয় তো। বিজেপি মনে করে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে। ওরা ৩৬৫ দিন রামের নামে ভোট চায়। তৃণমূলকে অন্তত সেটা করতে হয় না।’ সায়নীর কথায়, মানুষ তৃণমূলকে ভোট দেয় উন্নয়নের কর্মকাণ্ড দেখেই। রামনবমীর শোভাযাত্রার অনুষ্ঠান থেকেও মাতৃশক্তির বন্দনা শোনা গেল সায়নীর গলায়। বললেন, ‘পশ্চিমবঙ্গের মাটিতে আমরা রাধা-কৃষ্ণ বলি, লক্ষ্মী-নারায়ণ বলি, শিব-পার্বতী বলি… সেরকম রামচন্দ্রের ব্যাপারেও আমরা সবসময় বলি সিয়াপতি রামচন্দ্রের জয়। এটাই হল মাতৃশক্তি।’

তবে শুধু সায়নী ঘোষকেই নয়, জেলায় জেলায় তৃণমূলের নেতা-নেত্রী, প্রার্থীদের দেখা মিলল রামনবমীর অনুষ্ঠানে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে দেখা গিয়েছে রামনবমীর শোভাযাত্রায়। ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবও আজ রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। সকলেরই মুখে একটাই কথা, ভগবান রাম সকলের। সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূলের প্রার্থীদের গলায়।

Next Article