AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Omar Abdullah: হঠাৎ কেন বাংলায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী? দেখা করবেন মমতার সঙ্গে

Omar Abdullah: পহেলগাঁও কাণ্ডের পর বারবার হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছিল ওমর আব্দুল্লাহকে। জম্মু-কাশ্মীরের বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশের সময় নিজেদের সরকারের ব্যর্থতাও মেনে নেন। পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাও চেয়ে ওমর।

Omar Abdullah: হঠাৎ কেন বাংলায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী? দেখা করবেন মমতার সঙ্গে
কেন আসছেন? Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 7:29 PM
Share

কলকাতা: কলকাতায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরশু নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে খবর।  যদিও বুধবার সন্ধ্যেবেলাতেই কলকাতায় আসছেন তিনি। 

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেওয়ার কথা রয়েছে আব্দুল্লাহের। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের ঘটনার পর ওমর আব্দুল্লার সঙ্গে এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আলোচনার টেবিলে সেই বিষয় উঠে আসে কিনা সেদিকেও নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। 

পহেলগাঁও কাণ্ডের পর বারবার হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছিল ওমর আব্দুল্লাহকে। জম্মু-কাশ্মীরের বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশের সময় নিজেদের সরকারের ব্যর্থতাও মেনে নেন। পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাও চেয়ে ওমর। স্পষ্ট বলেছিলেন, “আমি জানি না মৃতদের পরিবারের কাছে কী ভাবে ক্ষমা চাইব! আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি পারিনি।”

ভূস্বর্গে পর্যটকের নিরিখে বাঙালিদের ভিড় গত কয়েক বছরে বেড়েছে। বছরভর ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যান পশ্চিমবঙ্গের মানুষজন। পহেলগাঁওয়ের ঘটনার পর এখনও সেখানে বিষাদের ছায়া। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, জম্মু-কাশ্মীরের পর্যটনকে আরও বাড়াতে  এ রাজ্যের পর্যটকদের উদ্বুদ্ধ করতে চান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, সেই বিষয়টিকে ফলপ্রসু করতেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন তিনি।