JP Nadda in West Bengal: ৭ জানুয়ারিতেই ‘মহরৎ’, বঙ্গে আসছেন জে পি নাড্ডা
JP Nadda in West Bengal: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে কোনও খমতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপি শিবির। জানুয়ারি থেকেই পুরোদমে ময়দানে নামছে কেন্দ্রীয় নেতৃত্ব।
কলকাতা : শুক্রবার একাধিক কর্মসূচি নিয়ে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্রেন বা মেট্রো প্রকল্পের উদ্বোধনে তিনি রাজ্যে এলেও, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই সফর উৎসাহ তৈরি করবে বিজেপি কর্মীদের মধ্যে। আর নতুন বছর শুরু হলেই সরাসরি প্রচার ময়দানে নেমে পড়বে দিল্লির বিজেপি (BJP) নেতৃত্ব। জানুয়ারিতেই এ রাজ্যে পরপর দুটি সভায় যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। আগামী ৭ ও ৮ জানুয়ারি সেই সভা হবে বলে জানা গিয়েছে। এটা দিয়েই শুরু, এরপর ভোটের আগে আরও ১০ টি সভা করবেন নাড্ডা। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে গেরুয়া শিবিরে যে অস্বস্তি রয়েছে, তা কাটাতে আসরে নামছে কেন্দ্রীয় নেতারা।
৭ জানুয়ারি রাজ্য সফরে এসে জে পি নাড্ডা চণ্ডীপুরে একটি জনসভা করবেন, ৮ তারিখে আরও একটি জনসভা হবে। ভোটের আগে নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে মোট ২৪ টি সভা করবেন বলে বিজেপি সূত্রের খবর।
বিধানসভা নির্বাচনের আগেও দেখা গিয়েছে মোদী, অমিত শাহের মতো শীর্ষ নেতৃত্বের আনাগোনা। জেলায় জেলায় গিয়ে একের পর এক সভা করতে দেখা গিয়েছিল তাঁদের। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে সেই আবহই ফিরছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্য নেতৃত্ব অবশ্য আগে থেকেই ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে জায়গায় জায়গায় সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুই নেতাই সম্প্রতি দিল্লিও ঘুরে এসেছেন। জে পি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে সেখানে গিয়ে দেখা করে এসেছেন শুভেন্দু অধিকারী।