Junior Doctors: আবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের, কী দাবি তুললেন তাঁরা?

Junior Doctors: জানা যাচ্ছে, ইমেলে রেফারেল সিস্টেম, রিয়েল টাইম বেড ভ‍্যাকেন্সি নিয়ে দ্রুত স্টেট লেভেল টাস্ক ফোর্সের বৈঠকের আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা। এমনকী, মেডিক্যাল কলেজগুলির অভ‍্যন্তরীণ বিষয়ে মুখ‍্যসচিবের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার ঘিরেও প্রশ্ন তুলেছেন তাঁরা।

Junior Doctors: আবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের, কী দাবি তুললেন তাঁরা?
জুনিয়র চিকিৎসকদের চিঠি মনোজ পন্থকেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 2:00 PM

কলকাতা: মঙ্গলবার বেড না পেয়ে এক রোগী মৃত্যুর অভিযোগ ওঠে এসএসকেএম হাসপাতালে। সেই খবর প্রকাশ্যে আসার পরই মুখ্যসচিব মনোজ পন্থকে ই-মেল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের। রেফার ‘রোগ’ সারিয়ে তুলতে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছিল। সেই সকল পরামর্শ সম্পর্কে এখনও কেন নিশ্চুপ রাজ্য? ইমেলে অনুযোগ জুনিয়র চিকিৎসক ফ্রন্টের।

প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনের যে দশ দফা দাবি ছিল তার মধ্যে অন্যতম দু’টি দাবি হল, সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম ও রিয়েলটাইম বেড ভ্যাকান্সি। সেই প্রশ্নের প্রেক্ষিতে রাজ্য সরকার দাবি করেছিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পাইলট প্রোজেক্টের পর এই ধীরে-ধীরে রাজ্যের সর্বত্র এই প্রোজেক্ট চালু হয়ে যাবে। শুধু তাই নয়, ১ নভেম্বর থেকে রাজ্যের অন্তত পাঁচটা মেডিক্যাল কলেজে এই প্রোজেক্ট চালু হয়ে গিয়েছে। তবে স্বাস্থ্য ভবনের সেই দাবি কি অন্তঃসারশূন্য? সেই মর্মেই প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য,এই সিস্টেম চালু হলে কীভাবে তিন-তিনটে হাসপাতাল ঘুরে মৃত্যু হল রোগীর?

জানা যাচ্ছে, ইমেলে রেফারেল সিস্টেম, রিয়েল টাইম বেড ভ‍্যাকেন্সি নিয়ে দ্রুত স্টেট লেভেল টাস্ক ফোর্সের বৈঠকের আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা। এমনকী, মেডিক্যাল কলেজগুলির অভ‍্যন্তরীণ বিষয়ে মুখ‍্যসচিবের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার ঘিরেও প্রশ্ন তুলেছেন তাঁরা।

বস্তুত, গত ২১ অক্টোবর থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে আরজি কর-সহ অন‍্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনকে না জানিয়ে কেন একাংশ জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়, কলেজের যে কোনও বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভ‍্যন্তরীণ তদন্ত হলে তা সুপারিশ আকারে মুখ‍্যসচিবের কাছে পাঠাতে হবে। সেই সূত্রেই জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনে মেডিক্যাল কলেজগুলিকে চলতে হয়। অ‍্যান্টি র‌্যাগিং কমিটির অভিযোগের ভিত্তিতে কী করণীয় তা স্থির করে দিয়েছে এনএমসি। এনএমসি’র নিয়মে মুখ্যসচিবকে রিপোর্ট পাঠানোর কোনও সুযোগ নেই। এক্ষেত্রে রিপোর্ট পাওয়ার অধিকারী এনএমসি। এনএমসি’কে এড়িয়ে কী ভাবে মুখ‍্যসচিবকে রিপোর্ট পাঠাবে মেডিক্যাল কলেজগুলি? ই-মেলে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসক ফ্রন্ট।

চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?