Justice Biswajit Basu: ‘বাল্মীকি থেকে রত্নাকর হবেন না’, দুর্নীতি মামলায় কমিশনকে পরামর্শ বিচারপতি বসুর

Justice Biswajit Basu: নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে একাধিক কক্ষে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কমিশনকে এই পরামর্শ দেওয়া কার্যত 'শুদ্ধিকরণের' পরামর্শ বলেই মনে করছে  অভিজ্ঞ মহল।

Justice Biswajit Basu: 'বাল্মীকি থেকে রত্নাকর হবেন না', দুর্নীতি মামলায় কমিশনকে পরামর্শ বিচারপতি বসুর
বিচারপতি বিশ্বজিৎ বসু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 2:59 PM

কলকাতা: ‘দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তাহলে?’ মন্তব্য নবম-দশমের ( Nine Ten Recruitment Scam) ৯৫২ জন শিক্ষকের একাংশের নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এবার বিচারপতি বিশ্বজিৎ বসু তুলে আনলেন ‘দস্যু রত্নাকর-বাল্মীকি’র প্রসঙ্গ। দিন কয়েক আগেই নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৯৫২ জন জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করার অভিযোগ ওঠে। সেই ৯৫২ জনের মধ্যে ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। সেই মতো সুপারিশপত্র বাতিলের কাজ শুরু করে আদালত। অভিযুক্তরা আবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। কিন্তু ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়নি। বুধবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে।

শুনানি চলাকালীন তিনি কমিশনকে ‘বাল্মীকি’হয়ে উঠতে বলেন। এসএসসি-র আইনজীবীদের উদ্দেশে বিচারপতি বলেন, “দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তাহলে বিপদ। একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না।” বিচারপতির আরও বক্তব্য, ‘‘মনে রাখবেন, এসএসসি যে পরিজনদের ত্যাগ করেছেন, তাঁরা এখন জেলে।’’। এরপরই ‘অযোগ্য’ শিক্ষকদের উদ্দেশে বিচারপতি বলেন, “এই দুর্নীতিতে আপনাদের ভূমকি ঠিক কী, সেটা ভেবে দেখুন।”

নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে একাধিক কক্ষে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কমিশনকে এই পরামর্শ দেওয়া কার্যত ‘শুদ্ধিকরণের’ পরামর্শ বলেই মনে করছে  অভিজ্ঞ মহল। নবম-দশমের নিয়োগ মামলায় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলেও এখনও রায় ঘোষণা হয়নি। বুধবার এই মামলার শুনানি আগামী ১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি বসু।