AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba College: কখন-কে যাবে, কেন যাবে? কলেজ খোলার আগেই সব শর্ত বলে দেওয়া হল

Kasba College: সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে।

Kasba College: কখন-কে যাবে, কেন যাবে? কলেজ খোলার আগেই সব শর্ত বলে দেওয়া হল
ফাইল ফোটোImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2025 | 3:20 PM

কলকাতা: আজ থেকে খুলল কসবা কলেজ। গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে বন্ধ ছিল কসবা কলেজ। অবশেষে খুলল। তবে বেশ কিছু শর্ত মানার কথা বলা হয়েছে কলেজ খোলার নোটিসে।

১. সোমবার কলেজ চলবে সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত।

২. প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ করা যাবে সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

৩. চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের প্রজেক্ট পেপার জমা দিতে পারবেন।

৪. মঙ্গলবার কলেজে যাবেন চতুর্থ সেমিস্টারের পড়ুয়া। বুধবার যাবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা। বৃহস্পতিবার অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা যাবেন।

৫. সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না।

৬. কলেজে কেন এসেছেন, তার কারণ গেটে নিরাপত্তারক্ষীকে জানাতে হবে। বিনা কারণে বা সন্তোষজনক কারণ ছাড়া কলেজে ঢোকা নিষিদ্ধ।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। একইসঙ্গে সাউথ ক্যালকাটা ল’ কলেজ পুনরায় খোলার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পড়াশোনার জন্য কলেজ খোলা যাবে। তারপরই কলেজের তরফে পুলিশকে মেইল পাঠানো হয়। পুলিশের তরফে নো অবজেকশন এসেছে। শুধু দুটো জায়গা ব্যবহার করা যাবে না। একটা ইউনিয়ন রুম আর একটা গার্ড রুম। বাকি কাজ চলবে বলে জানা গিয়েছে।