Kasba: খোঁজ মিলল সেই স্কুটির, কসবা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
Kasba: স্কুটারে নম্বর খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারে আদতে ওই নম্বর ব্যবহৃত স্কুটারের নয়। হামলার ঘটনায় ব্যবহৃত স্কুটারের নম্বর আগে থেকে পাল্টে অন্য একটি স্কুটারের নম্বর লাগিয়ে দেয় গুলজার।
কলকাতা: কসবার গুলি কাণ্ডে, সেই চর্চিত স্কুটির খোঁজ মিলল। ঘটনাস্থল থেকে মাত্র ১.৪ কিলোমিটার দূরে উদ্ধার হল স্কুটি। পুলিশের অনুমান আগে থেকে লোকেশন রেইকি করে রেখেছিল স্কুটি চালক। কারণ সিসি ক্যামেরা ছাড়া এলাকা ও নির্জন এলাকা বাছাই করা সম্ভব হত না দ্রুত। তাই এলাকা বাছাই করা ছিল আগে থেকেই। পুলিশের অনুমান, তাহলে কি কেউ অপেক্ষা করছিল স্কুটির চালকের জন্য? রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে চাইছে, ওই স্কুটির চালক কে ছিল?
স্কুটারে নম্বর খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারে আদতে ওই নম্বর ব্যবহৃত স্কুটারের নয়। হামলার ঘটনায় ব্যবহৃত স্কুটারের নম্বর আগে থেকে পাল্টে অন্য একটি স্কুটারের নম্বর লাগিয়ে দেয় গুলজার। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, গুলজার ওই স্কুটারটি বেশ কিছু দিন আগে এক ব্যক্তির থেকে কিনেছিল। যার কাছ থেকে স্কুটার কিনেছিল, তাঁকে ইতিমধ্যে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। কবে বিক্রি করেছিলেন, কত টাকা দিয়ে বিক্রি করেছিলেন, নম্বর আগেই চেঞ্জ করা হয়েছিল কিনা জানার চেষ্টা করা হচ্ছে। এই স্কুটির সূত্র ধরেই অপরাধীর কাছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।