৫ টাকায় ভরপেট আহার! ভাত-তরকারি-ডিম মিলবে ‘মায়ের রান্নাঘর’-এ

ঋদ্ধীশ দত্ত |

Feb 12, 2021 | 7:39 PM

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা পুরসভা এবার 'মায়ের রান্নাঘর' নামক এই কর্মসূচি চালু করছে। এখানে ৫ টাকা বিনিময়ে সুলভে পুষ্টিকর খবার মিলবে।

৫ টাকায় ভরপেট আহার! ভাত-তরকারি-ডিম মিলবে মায়ের রান্নাঘর-এ
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: নাম মাত্র দামে শহরবাসীকে ভরপেট খাবার খাওয়াতে এবার নতুন কর্মসূচি আনতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। সূত্রের খবর, রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা পুরসভা এবার ‘মায়ের রান্নাঘর’ নামক এই কর্মসূচি চালু করছে। এখানে ৫ টাকা বিনিময়ে সুলভে পুষ্টিকর খবার মিলবে। পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই এই সুবিধা পাওয়া যাবে।

সূত্রের খবর, ৫ টাকা দিয়ে সাধারণ মানুষ রাজ্য সরকার ও পুরসভার ‘মায়ের রান্নাঘর’ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। মেনুতে থাক ২০০ গ্রাম চালের ভাত। সঙ্গে থাকবে ডাল, তরকারি ও ডিম। অর্থাৎ পেটও ভরবে, পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিও থাকবে আহারে। আগামী সোমবার থেকেই ১৬ টি বরোর তিনটি করে জায়গায় অর্থাৎ মোট ৪৮ টি জায়গায় এই কর্মসূচির সূচনা হচ্ছে বলে খবর। তার পর ক্রমশ ধাপে ধাপে শহরের ১৪৪টি ওয়ার্ডে তা চালু হয়ে যাবে।

আরও পড়ুন: ৯ বছর আগের সেই দিন, মমতার এক চিঠিতেই মন্ত্রিত্ব হারিয়েছিলেন দীনেশ

আজ কলকাতা পুরসভায় এ বিষয়ে বৈঠক হয়। তারপরই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন বিধানসভা ভোটের কয়েকমাস আগে কলকাতায় শাসকদলের এবং প্রশাসনের জনভিত্তি আরও মজবুত এবং জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত বলে বৈঠক সূত্রে খবর। পাশাপাশি কলকাতা পুরসভা নির্বাচনও হওয়ার কথা মার্চ মাসেই। ফলে ‘মায়ের রান্নাঘর’ সমর্থনের দরজা খুলবে বলেই আশা করছে শাসক শিবির।

আরও পড়ুন: পদ্ম-প্রাপ্তির জল্পনা বাড়িয়ে শাহ-নাড্ডা সাক্ষাতে দীনেশ! দিল্লির বিমানে দিব্যেন্দুও

Next Article