Bratya Basu: সিটি কলেজের বি বি স্যর আজ বাংলার শিক্ষামন্ত্রী, জানেন তাঁর কী কোয়ালিফিকেশন?
রাজ্যের শিক্ষা দফতর এখন তাঁর হাতে। গত কয়েক বছরে রাজ্যের যে দফতর সবথেকে বেশি বিতর্কের মুখে পড়েছে, বারবার কাঠগড়ায় দাঁড়িয়েছে যে দফতর, সেই অফিসই সামলাচ্ছেন তিনি। একসময় ছাত্রছাত্রীরা বি বি স্যার বলে ডাকতেন তাঁকে। কলেজে অধ্যাপনা করতেন বর্তমান শিক্ষামন্ত্রী।

বিগত প্রায় ১৪ বছর ধরে রাজ্যের মন্ত্রী তিনি। বর্তমানে রাজ্যের শিক্ষা দফতরের ভার তাঁর হাতে। শুধু তাই নয়, রাজনৈতিক দলের অন্যতম মুখ তিনি। শাসক দলের পক্ষে বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে দেখা যায় প্রতিনিয়ত। পড়তে হয় বিতর্কের মুখেও। একেবারে ‘ফুলটাইমার’ রাজনীতিক। মন্ত্রী হওয়ার আগে অন্যতম নাট্যব্যক্তিত্ব হিসেবে তাঁর পরিচিতি থাকলেও একসময় শিক্ষকতাই ছিল তাঁর পেশা। ব্রাত্য বসুর শিক্ষাগত যোগ্যতা জানেন?
কলকাতাতেই জন্ম ব্রাত্য বসুর। নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। উচ্চমাধ্যমিকের পর বাংলা নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন ব্রাত্য বসু। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে বাংলা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ সময় অধ্যাপনা করেন ব্রাত্য বসু।
ছাত্রছাত্রীরা বি বি স্যার বলে ডাকতেন তাঁকে। সিটি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করতেন তিনি। ২০১১ সালে বিধায়ক হয়ে মন্ত্রী হওয়ার পর থেকে লিয়েনে অর্থাৎ সাময়িক ছুটিতে ছিলেন তিনি। অর্থাৎ অধ্যাপক পদে থাকলেও ক্লাসরুমের সঙ্গে সম্পর্ক প্রায় চুকে গিয়েছিল। পরে ২০১৬ সালে ফের বিধায়ক হওয়ার পর তিনি স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।
তবে নাটক বা সিনেমার সঙ্গে তাঁর সম্পর্ক এখনও অটুট। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘মানিকবাবুর মেঘ’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, ‘গ্যাংস্টার’, ‘নাটকের মতো’- এমন অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।
