AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: ‘অনুমতি নয়’, আশঙ্কা ছিলই, এবার বিমানবন্দর সংলগ্ন দমদম-মধ্যমগ্রাম-চিনারপার্কের বহুতলগুলোকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের

Kolkata Airport: মধ্যমগ্রাম, বিধাননগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাকে পৌর ও নগরোন্নয়ন দপ্তরকে মন্ত্রী হিসেবে নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।  কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের ডিজিকে কলকাতার বিষয়ে নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

Kolkata Airport: 'অনুমতি নয়', আশঙ্কা ছিলই, এবার বিমানবন্দর সংলগ্ন দমদম-মধ্যমগ্রাম-চিনারপার্কের বহুতলগুলোকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের
বিমানবন্দর সংলগ্ন বহুতল নিয়ে বড় নির্দেশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2025 | 6:04 PM
Share

কলকাতা: আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই এই শঙ্কা দানা বাঁধতে শুরু করেছিল। কলকাতা বিমানবন্দরের সংলগ্ন এলাকা, রাজারহাট, নিউটাউন, চিনারপার্ক, বাগুইআটি চত্বর, মধ্য়মগ্রাম সংলগ্ন দোলতলায় বিটি কলেজ এলাকায় বহুতলগুলির ভবিষ্যৎ কী হবে! এবার বড় সিদ্ধান্ত কলকাতা পৌরসভার। কলকাতায় জি+৮ উপরে বহুতলের অনুমতি নয়। কলকাতা বিমানবন্দর সংলগ্ন অংশে উচ্চ বহুতলের অনুমতি নয়। জানিয়ে দিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম।

মধ্যমগ্রাম, বিধাননগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাকে পৌর ও নগরোন্নয়ন দপ্তরকে মন্ত্রী হিসেবে নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।  কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের ডিজিকে কলকাতার বিষয়ে নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। যারা ইতিমধ্যে কলকাতায় অনুমতি পেয়েছে, তাদেরকে আটকানো হবে না। কিন্তু নতুন করে G+8 এর বাইরে অনুমতি নয়।

গত ১২ জুন, আহমেদাবাদ বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী অভিশপ্ত AI 171 বিমান, ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে।  ভেঙে পড়ে ওই এলাকারই মেডিক্যাল কলেজের একটি হস্টেলের ওপর। ওই বিমানে ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। একজন বাদে প্রত্যেকেরই মৃত্যু হয়। ওই মেডিক্যাল কলেজেরও একাধিক জনের মৃত্যু হয়। এই ঘটনা কলকাতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।

সূত্রের খবর, এই ঘটনার পরই বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্দেশ স্পষ্ট—বিমানবন্দর থেকে ২০ কিমি সীমানার মধ্যে কোনও বহুতল নির্মাণের আগে বাধ্যতামূলকভাবে এয়ারপোর্ট অথরিটির ছাড়পত্র নিতে হবে। এর আগে এই সীমারেখা ১০ কিমির মধ্যে ছিল। এবার সেই পরিধি বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে নতুনভাবে এই নিয়মের আওতায় আসছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম এবং বিধাননগরের একাধিক এলাকা।

বিমানবন্দরের ফানেল জোন ঘিরে যে বিধিনিষেধ আগে থেকেই ছিল, তা রক্ষণাবেক্ষণে আরও কড়াকড়ি করা হয়েছে। মধ্যমগ্রামের ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে দু’তলার বেশি ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ছিল। এবার সেইসব নিয়ম আরও কঠোরভাবে কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে,  দেশের সব বিমানবন্দরকেই আলাদা করে সতর্ক করা হয়েছে অসামরিক বিমান মন্ত্রকের তরফে। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষেত্রে অন্তরায় যে সকল বিষয়গুলো, সেগুলিকে নিয়ে ডিজিসি-এর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক হয়। তাতে দেশের সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ডিএমের কাছে অভিযোগ করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।