দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত চিৎপুর, আহত ১৪, বেপরোয়া গাড়িতে ভাঙচুর
কোনও একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে রবিবার রাতে ফের সংঘর্ষ হয়।
কলকাতা: একই পাড়ার দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চিৎপুর। ঘটনায় আহত কমপক্ষে ১৪ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি।
রবিবার রাতে চিৎপুরের সর্বমঙ্গলা মন্দিরের কাছে দুপক্ষের সংঘর্ষ হয়। স্থানীয়রা জানাচ্ছেন, ওই দু’পক্ষের বেশিরভাগ সদস্যই এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়েই নানারকম অপরাধমূলক কাজে নাম উঠে এসেছে তাদের। কোনও একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে রবিবার রাতে ফের সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ব্রিটেন ফেরত একই পরিবারের তিনজন এবার কোভিড পজিটিভ
বাঁশ, লাঠি, লোহার রড, হকি স্টিক নিয়ে একে অপরের ওপর হামলা চালায় দুপক্ষ। সূত্রের খবর, দুজন পথচারীও সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হন। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতেও বেপরোয়া ভাঙচুর বলে অভিযোগ। চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।