Kolkata COVID Update: কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ! কেবল দমদমেরই অবস্থা দেখুন…
Kolkata Corona Update: কেবল কলকাতার ক্ষেত্রেই সামনে আসছে বিস্ফোরক তথ্য। শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ!
কলকাতা: বড়দিন থেকে বর্ষবরণ কলকাতার বিভিন্ন জায়গায় চলেছে হুল্লোড়। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাপিয়েছে। কিন্তু এখনও শেষ হয়নি উত্সবের রেশ। করোনা আবহের কথা মাথায় না রেখেই রবিবারেও ভিড় জমেছে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিক্কো পার্কে। আর তাতে চোখ রাঙিয়েছে করোনা। কলকাতার ক্ষেত্রেই সামনে আসছে বিস্ফোরক তথ্য। শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ! উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত প্রায় হাজার! গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে।
পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের ভিত্তিতে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ৩৫ টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে ১০ টি ওয়ার্ড বিধান নগর বিধানসভা কেন্দ্রে আর ২৫ টি ওয়ার্ড রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ দমদম পৌরসভা করোনা আক্রান্তের সংখ্যা ১০৩ জন।
বিধান নগর বিধানসভা কেন্দ্রে দশটি ওয়ার্ড রয়েছে। দক্ষিণ দমদম পুরসভায় আক্রান্তের সংখ্যা ৬৮ জন। মূলত শ্রীভূমি এবং এলাকায় আক্রান্তের সংখ্যা খুব বেশি। এছাড়া দমদম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ দমদম পুরসভার ২৫ টি ওয়ার্ডের আক্রান্তের সংখ্যা ৩৫ জন। দমদম পুরসভার মধ্যে ২২ টি ওয়ার্ড রয়েছে, সেখানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬ জন। উত্তর দমদমের একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
এক নজরে কলকাতার হটস্পট জোন
ওয়ার্ড ৩১ ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি
ওয়ার্ড ৬৩ এজেসি বোস রোড, বেলভেডিয়ার রোড, জেএল নেহেরু রোড, খিদিরপুর রোড, লর্ড সিনহা রোড, শেক্সপিয়র সরণি
ওয়ার্ড ৬৫ বেকবাগান, বন্ডেল রোড, তিলজলা, তপসিয়া,
ওয়ার্ড ৬৯ বালিগঞ্জ সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ
ওয়ার্ড ৭১
এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, হরিশ মুখার্জি রোড
ওয়ার্ড ৭৪
আলিপুর রোজ, বেলভেডিয়ার রোড, চেতলাহাট রোড
ওয়ার্ড ৮১
টালিগঞ্জ রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড
ওয়ার্ড ৯৪
প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, এনএসসি বোস রোড
ওয়ার্ড ১০৯
কালিকাপুর, অজয়নগর, মুকুন্দপুর
পরিস্থিতি সামলাতে ফের নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য। সোমবার থেকে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পরীক্ষা কি আদৌ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর। বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা-সহ সব পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক। ফের রাজ্যে শুরু হচ্ছে নাইল কার্ফু। সোমবার রাত থেকেই শহরের ৩১ জায়গায় চলছে নাকা চেকিং। রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে চেকিং। ১৫ জানুয়ারি পর্যন্ত এই নাকা চেকিং চলবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Dilip Ghosh on Abhishek Banerjee: ‘মন্দিরে যাওয়ার পরম্পরা কার? বিজেপিকেই ফলো করা হচ্ছে…’