মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য দিলীপের, পাল্টা ‘ক্ষেপা ষাঁড়’ বললেন কল্যাণ
দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, "ওঁর কোনও সংস্কৃতি নেই, রুচি নেই। মহিলাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা জানেন না। মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কীভাবে কথা বলতে হয়, তাও জানেন না। ওঁর কথার আমি কী উত্তর দেব, বাংলার মানুষ দেবে।"
কলকাতা: মুখ্যমন্ত্রীকে নিয়ে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কটূক্তির পাল্টা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, “বিজেপি ক্ষেপা ষাঁড় হয়ে গিয়েছে।” দিলীপ ঘোষকে ‘কচি খোকা’ বলে সম্বোধন করলেন তিনি (Kalyan Banerjee attacks Dilip Ghosh)।
দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, “ওঁর কোনও সংস্কৃতি নেই, রুচি নেই। মহিলাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা জানেন না। মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কীভাবে কথা বলতে হয়, তাও জানেন না। ওঁর কথার আমি কী উত্তর দেব, বাংলার মানুষ দেবে।” এরপরই বলেন, “যেভাবে তিন দিনের মধ্যে দুয়ারে দুয়ারে সরকার পপুলার হয়ে গিয়েছে, তা দেখে বঙ্গ বিজেপি ক্ষেপা ষাঁড় হয়ে গিয়েছে। ক্ষেপা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে।”
তাঁর আরও সংযোজন, “রাজনৈতিকভাবে কখনও কখনও অনেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে কটূক্তি করেছেন। বাংলার মানুষ তাঁদের জবাব দিয়েছেন। এই কচি খোকাকেও জবাব দেবেন।”
প্রসঙ্গত, শুক্রবার সকালে ডায়মন্ডপার্কের একটি সভায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধতে অশালীন শব্দ প্রয়োগ করেন। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। দিলীপ বলেন, “শরীরে কীসের রক্ত বইছে? রামের দেশে থেকে রাম নাম সহ্য করতে পারছেন না!” এরপরই অশ্লীল একটি শব্দপ্রয়োগ করেন তিনি। তারপর বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না।”
এখানেই থামেননি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না, সময় শেষ হয়ে এসেছে। যত বাড়াবাড়ি কম করবেন, মারটা তত কম খাবেন। যত বাড়াবাড়ি বেশি করবেন, তত রেট বাড়বে, ইন্টারেস্ট বাড়বে। আজ যদি আমরা মারতে শুরু করি, পুলিসও থাকবে না, পাবলিকও থাকবে না। চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব। “