AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কীভাবে মৃত্যু বিজেপি যুব মোর্চা সহ সভাপতি রাজু সরকারের? তথ্য তলাশ শুরু কলকাতা পুলিশের

BJP Leader Death: রাতেই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতলে গিয়ে খোঁজ নেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা।

কীভাবে মৃত্যু বিজেপি যুব মোর্চা সহ সভাপতি রাজু সরকারের? তথ্য তলাশ শুরু কলকাতা পুলিশের
রাজু সরকার
| Edited By: | Updated on: Jul 27, 2021 | 9:11 AM
Share

কলকাতা: বিজেপি যুব মোর্চা সহ সভাপতি রাজু সরকারের (Raju Sarkar) অস্বাভাবিক মৃত্যুতে প্রাথমিকভাবে খোঁজখবর করা শুরু করল কলকাতা পুলিশ। রাতেই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতলে গিয়ে খোঁজ নেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা।

হেস্টিংস অফিসে বৈঠক চলাকালীন বাদানুবাদ হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। অন্যদিকে, হেস্টিংসের বিজেপি কার্যালয়ে যান হেস্টিংস থানার ওসি। কথা বলেন বিল্ডিং ইনচার্জের সঙ্গে। বিজেপির হেস্টিংস কার্যালয়ে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলে খবর পুলিশ সূত্রে।

হেস্টিংসের দফতরে দু’দিনের বৈঠক চলছিল যুব মোর্চার। সেই বৈঠকের শেষের উত্তেজিত বাক্য বিনিময় হয় এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার। কিন্তু আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। সেই সময় তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে কোনও শয্যা মেলেনি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

দমদমের নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বৈঠকের সামনেই সিঁড়ি দিয়ে নীচে নেমে এসেছিলেন রাজু। তারপর আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। আরও পড়ুন: যুব মোর্চার বৈঠকে কথা কাটাকাটি, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু বিজেপি নেতার

COVID third Wave