AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Mayor Firhad Hakim: দ্রুত কলকাতার সব গাছের স্বাস্থ্য অডিট! আচমকা কেন এই নির্দেশ ফিরহাদের?

Kolkata Mayor Firhad Hakim: হাওড়ার মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা, শহরের সবক'টি গাছের স্বাস্থ্য অডিটের নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রবীন্দ্র সরোবর এবং সুভাস সরোবরের অডিট করবে কেএমডিএ, প্রাতঃভ্রমণকারীদের নিয়েও চিন্তা মন্ত্রীর।

Kolkata Mayor Firhad Hakim: দ্রুত কলকাতার সব গাছের স্বাস্থ্য অডিট! আচমকা কেন এই নির্দেশ ফিরহাদের?
কী বলছেন ফিরহাদ? Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 04, 2025 | 9:08 PM
Share

কলকাতা: হাওড়া পুরসভার ভিতর গাছ পড়ে মৃত্যুর ঘটনায় হুঁশ ফিরল কলকাতা পৌরসভার। শহরের গাছপালাও পথচারীদের জন্য বিপদমুক্ত নয়, মনে করছে কলকাতা পুর প্রশাসন। যে কারণে কলকাতা শহরের সবক’টি গাছের গোড়ার অবস্থা কি হয়ে রয়েছে এবং সেগুলির কতটা নড়বড়ে বা শক্তপোক্ত, তা দেখার জন্য গাছগুলির স্বাস্থ্য অডিটের নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বললেন, কলকাতা শহরের ভিতরে প্রচুর গাছপালা রয়েছে। যেগুলির অবস্থা নিয়ে এখন ভাবতে বাধ্য হচ্ছি। 

মাসের শুরুতেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় হাওড়া পৌরনিগমের মুখ্য পৌর প্রশাসকের দফতরের সামনে। গাছ পড়ে মৃত্যু হয় দু’জনের। একজন পুরনিগমের স্থায়ী ও অন্যজন অস্থায়ী কর্মী। ফিরহাদ এখন বলছেন, হাওড়া পুরসভার ভিতর যে ধরনের ঘটনা ঘটে গেল, তাতে শহরের গাছ গুলি পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন। এরপরই তিনি কলকাতা পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকদের শহরের সবক’টি গাছের স্বাস্থ্য অডিট করে সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। 

সূত্রের খবর, বরোভিত্তিক এই স্বাস্থ্য অডিট করা হবে। এর ফলে শহরে কত গাছ রয়েছে এবং গাছ গুলির হাল কি সেটা সহজেই রিপোর্টে উঠে আসবে। যে গাছগুলি ডালপালা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ঝুলে রয়েছে, সেগুলিকে স্বাস্থ্য অডিটের মধ্যেই ছেঁটে ফেলার নির্দেশ দেন তিনি। 

দ্রুত অডিট 

তবে কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী কলকাতা ছাড়াও কেএমডিএ’র হাতে থাকা সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরের মতো বড় বড় সরোবর সমৃদ্ধ উদ্যানগুলিকেও উদ্বেগ প্রকাশ করেন। এরপরই তিনি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের নির্দেশ দেন, সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে দ্রুত গাছগুলির স্বাস্থ্যের অডিট করতে হবে। কারণ সেখানে প্রতিদিন প্রাতঃভ্রমণে বহু মানুষ আসেন। সন্ধ্যাকালীন আড্ডাতেও বাড়ে মানুষের ভিড়। তাই বড়সড় বিপর্যয় আটকাতে স্বাস্থ্য অডিট দ্রুত করতে হবে। গাছগুলোর অবস্থা জানা অত্যন্ত প্রয়োজন।

কলকাতায় কত গাছ? 

এদিকে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় বনভূমির পরিমাণ ১.৭৭ বর্গ কিলোমিটার। শহরে রয়েছে মোট ১৩৮ প্রজাতির গাছ। ৬ ফুটের বেশি উচ্চতার গাছ রয়েছে ৪ লক্ষ ১২ হাজার। কলকাতা শহরের ১৬টি বরো মিলিয়ে ১০ ফুটের উপরে গাছ রয়েছে প্রায় ২ লক্ষ ৫৫ হাজারের কাছাকাছি। রিপোর্ট অনুযায়ী, কলকাতা ২০১১ সালে যে পরিমাণ গাছ ছিল, ২০২৪ সালের রিপোর্টে দেখা গিয়েছে ৩০ শতাংশ সেই সংখ্যা থেকে কমে গিয়েছে।