Kolkata Raid: গার্ডেনরিচে ইডি তল্লাশি, খাটের তলায় মিলল ১৫,০০০,০০,০০ টাকা

Kolkata Raid: গার্ডেনরিচে ইডি তল্লাশি, খাটের তলায় মিলল ১৫,০০০,০০,০০ টাকা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 10, 2022 | 7:46 PM

মাস খানেকের ব্যবধানে কলকাতায় ইডি তল্লাশিতে ফের টাকার পাহাড়ের সন্ধান। এবার গার্ডেনরিচে। ব্যবসায়ী নাসির আহমেদ খানের বাড়িতে খাটের নীচ থেকে উদ্ধার হল ১৫,০০০,০০,০০ টাকা

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ছবিটা এখনও টাটকা। বেলঘড়িয়া ও নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবীর’ দুটি ফ্ল্যাট মিলিয়ে কেন্দ্রীয় সংস্থা উদ্ধার করেছিল প্রায় ৫০ কোটি টাকা। মাস খানেকের ব্যবধানে কলকাতায় ইডি তল্লাশিতে ফের টাকার পাহাড়ের সন্ধান। এবার গার্ডেনরিচে। ব্যবসায়ী নাসির আহমেদ খানের বাড়িতে খাটের নীচ থেকে উদ্ধার হল ১৫,০০০,০০,০০ টাকা।

শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রথমে ৭ কোটি টাকা উদ্ধার করে ইডি। পরে ৮টি মেশিনে গোনার পর সেই অঙ্কটা পৌঁছে যায় ১৫ কোটিতে। জানা যায়, গেমিং অ্যাপে প্রতারণার মাধ্যমেই এই বিপুল অঙ্কের টাকা সঞ্চয় করা হয়। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে আমির খানকে। সূত্রের খবর, এই অর্থনৈতিক জালিয়াতির ব্লু প্রিন্ট ছিল আমিরেরই। সূত্রের খবর, গত বছর ফেব্রুয়ারি মাসে এই জালিয়াতি সম্পর্কে পুলিশকে অবগত করে ফেডারেল ব্যাঙ্ক। অভিযোগ দায়ের হয় পার্ক স্ট্রিট থানায়। গ্যামিং অ্যাপ ই-নাগেটস নামের এই প্রতারণার ফাঁদ সম্পর্কে অবগত হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এদিন মেটিয়াব্রুজের কাছে গার্ডেনরিচে তল্লাশি চালিয়ে কার্যত সেই জালিয়াতির সত্য উদঘাটন করল ইডি।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহালমহলের একাংশ। অভিযুক্ত আমিরের বাড়ির কাছেই গার্ডেনরিচ থানা। নাকের ডগায় অপরাধ সংগঠিত হচ্ছে, জানতে পারল না মেটিয়াব্রুজ থানাও। ফেডারেল ব্যাঙ্কের অভিযোগ পাওয়া সত্ত্বেও কেন কোনও উপযোগী পদক্ষেপ করতে পারল না পার্কস্ট্রিট থানা — উঠছে এই প্রশ্নও।

Published on: Sep 10, 2022 07:46 PM