CP: ব্যারাকপুরের নতুন সিপি অলোক রাজোরিয়া, শ্যাম সিং বর্ধমান রেঞ্জে

Nabanna: প্রসঙ্গত, মনোজ ভার্মার জায়গায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছিল অজয়কুমার ঠাকুরকে।

CP: ব্যারাকপুরের নতুন সিপি অলোক রাজোরিয়া, শ্যাম সিং বর্ধমান রেঞ্জে
অলোক রাজোরিয়া ও শ্যাম সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 8:42 PM

কলকাতা: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রদবদল। এতদিন আইপিএস অজয়কুমার ঠাকুর ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার ছিলেন। এবার সেই দায়িত্বে আনা হল আইপিএস অলোক রাজোরিয়াকে। শনিবারই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এবার থেকে অজয়কুমার ঠাকুর ডিআইজি সিভিল ডিফেন্সের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে এতদিন ডিআইজি বর্ধমান রেঞ্জের দায়িত্বে থাকা অলোক রাজোরিয়া সামলাবেন ব্যারাকপুর কমিশনারেট। পাশাপাশি বদল করা হয়েছে আইপিএস শ্যাম সিংকে। এতদিন ডিআইজি সিভিল ডিফেন্স, হেড কোয়ার্টার সিউড়িতে ছিলেন তিনি। তাঁকে পাঠানো হল ডিআইজি বর্ধমান রেঞ্জে।

প্রসঙ্গত, মনোজ ভার্মার জায়গায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছিল অজয়কুমার ঠাকুরকে। বিজেপিতে থাকাকালীন অর্জুন সিং একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এই অজয়কুমার ঠাকুরের ভূমিকা নিয়ে। সম্প্রতি টিটাগড়ে গণধর্ষণের ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য। বিরোধীরা ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। বারবার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সিপিএম, বিজেপি, কংগ্রেস। এই আবহে নতুন পুলিশ কমিশনার হিসাবে অলোক রাজোরিয়াকে আনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও নবান্ন সূত্রে খবর, রুটিন মেনেই এই বদলি করা হয়েছে।

অন্যদিকে গত কয়েকদিনে শ্যাম সিংয়ের নাম উঠে এসেছে একাধিকবার। কয়লা পাচার মামলায় রাজ্যের যে আট আইপিএসকে দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়, সেই তালিকায় ছিলেন শ্যাম সিংও। ২০০৭ সালের আইপিএস ব্যাচের শ্যাম সিং একসময় বাঁকুড়ার পুলিশসুপার ছিলেন, ডিআইজি মেদিনীপুর রেঞ্জেও ছিলেন তিনি।