Kolkata Durga Puja: শতবর্ষে এবার অভিনব থিম টালা প্রত্যয়ে, মানুষের ঢল নামছে মণ্ডপে
Kolkata Durga Puja: দুর্গা মূর্তিতেও রয়েছে ওই থিমের ছোঁয়া। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় তৈরি হয়েছে এই থিম। পুজো কর্তৃপক্ষের মতে, এই থিম মানুষ বহুদিন মনে রাখবে। চার মাস ধরে তৈরি করা হয়েছে এই থিম। আলোকসজ্জাও চোখে পড়ার মতো। শিল্প আর ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটানো হয়েছে সেখানে।

কলকাতা: উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে বর্তমানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল টালা প্রত্যয়। প্রতি বছর ভিড় বাড়ছে উত্তরের এই প্যান্ডেলে। এবারও তার ব্যতিক্রম নয়। সাবেকি নয়, থিমেই গুরুত্ব দিয়ে থাকে টালা প্রত্যয়। এবার শতবর্ষে পা দিয়েছে এই পুজো। এবার তাদের থিম ‘বীজ অঙ্গন’ (A seed courtyard)।
বীজই যে জীবনের উৎস, সেটাই তুলে ধরা হয়েছে ওই থিমে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যান্ডেলে রয়েছে নানা ধরনের কারুকার্য। দুর্গা মূর্তিতেও রয়েছে ওই থিমের ছোঁয়া। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় তৈরি হয়েছে এই থিম। পুজো কর্তৃপক্ষের মতে, এই থিম মানুষ বহুদিন মনে রাখবে।
চার মাস ধরে তৈরি করা হয়েছে এই থিম। আলোকসজ্জাও চোখে পড়ার মতো। শিল্প আর ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটানো হয়েছে সেখানে। প্যান্ডেলের একদিক দিয়ে প্রবেশ করে দেখতে দেখতে আর এক দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন দর্শনার্থীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন। তিনি জানিয়েছেন, এই পুজোর থিমে যেভাবে কৃষকদের সম্মান দেওয়া হয়েছে, তা প্রশংসনীয়।
মহালয়ার পরই এই মণ্ডল খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই প্রতিদিন বাড়ছে ভিড়। ষষ্ঠীর আগেই বহু মানুষ দেখে ফেলেছেন এই পুজো মণ্ডপ। চতুর্থীতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি মাথায় করে নিয়েও প্যান্ডেল ঘুরছেন অনেকে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের একেবারে কাছেই এই মণ্ডপ।
