Kunal Ghosh: শুভেন্দুর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই: কুণাল ঘোষ

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Apr 26, 2024 | 5:58 PM

Kunal Ghosh: মিঠুন চক্রবর্তীর ইস্য়ুতে এদিন দেবের তুমুল সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তখনই তিনি শুভেন্দুর প্রসঙ্গও টেনে আনেন। বললেন, 'শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই। আমার নেত্রীকে, নেতাকে, আমার দলকে আক্রমণ করেন, তাই তাঁদের আক্রমণ করি।'

Kunal Ghosh: শুভেন্দুর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই: কুণাল ঘোষ
কী বললেন কুণাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কথায় কথায় আক্রমণ করেন। প্রতিদিন ঝাঁঝালো আক্রমণ শানান। তবে এবার কুণাল ঘোষ জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা নেই। যা আক্রমণ করেন, পুরোটাই রাজনৈতিক কারণে। সম্প্রতি বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর প্রতি তৃণমূলের তারকা প্রার্থী দেবের সৌজন্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার এই নিয়েই দেবের তুমুল সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। তখনই তিনি শুভেন্দুর প্রসঙ্গও টেনে আনেন। বললেন, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই। আমার নেত্রীকে, নেতাকে, আমার দলকে আক্রমণ করেন, তাই তাঁদের আক্রমণ করি।’

উল্লেখ্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায়শই রাজনৈতিক আক্রমণ শানাতে দেখা যায় তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। মিঠুন চক্রবর্তীকেও বিভিন্ন সময়ে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রজাপতি সিনেমার বিতর্কে হোক, কিংবা মিঠুনের ‘জাত গোখরো’ ডায়লগ বিতর্কে হোক… বিভিন্ন সময়ে মিঠুনের উদ্দেশে তির্যক মন্তব্য করেছেন কুণাল। তবে আজ মিঠুন প্রসঙ্গেও তৃণমূলের রাজ্য সম্পাদক বলে দিলেন, ‘আমার সঙ্গে মিঠুনদার দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল, কোনও ব্যক্তিগত শত্রুতা নেই।’

তবে মিঠুনের প্রতি দেবের যে সৌজন্য, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ভাল সাজব, চৈতন্য়দেবের মতো প্রেম বিলিয়ে বেড়াব… আর নিজের ইমেজ বানাব… এই পলিটিক্স হতে পারে না।’ প্রসঙ্গত, অতি সম্প্রতি বিজেপি নেতা মিঠুনকে নিশানা করে ‘গদ্দার’ বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী দেবের আবার এই ধরনের শব্দবন্ধ নিয়ে আপত্তি জানিয়েছেন। সেই নিয়ে দেবের সমালোচনা করার সময়েই কুণাল বলেন, শুভেন্দুর সঙ্গেও তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতা নেই।

 

Next Article