কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপে হাইকোর্টের (Calcutta High Court) নো এন্ট্রি নির্দেশ (No Entry) ভঙ্গ করার অভিযোগে রাজ্য সরকারকে নোটিস পাঠালেন মামলাকারী। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছেন, আজ রাজ্যকে নোটিস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আমরা হাইকোর্টে আদালত অবমাননার (Contempt of Court) অভিযোগে মামলা করব। তার আগে আদালতের কাছে অনুমতি নেওয়া হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এ বছরেও পুজো মণ্ডপে নো এন্ট্রি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অথচ এরই মধ্যে রাজ্য সরকার পুজোর ১১ দফা গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে অঞ্জলি, সিঁদুরখেলা থেকে মণ্ডপে ঢোকা ও বেরোনোর জন্য পৃথক গেট রাখার কথা বলা হয়েছে। আইনজীবীর মতে, হাইকোর্টের নির্দেশে এইগুলির কোনওটাই করার কথা নয়। তাই আদালত অবমাননার মামলা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারও পুজোতে মণ্ডপে ‘নো এন্ট্রি’ নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবারই এ কথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতিতে পুজো মণ্ডপগুলিতে যাতে কোনও ভাবেই স্বাস্থ্যবিধি অমান্য না করা হয়, সেই দাবিতেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, গত বারের মতো এবারও মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না। রাজ্যও আদালতের সেই নির্দেশকে শিরোধার্য করেছে। দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোর মণ্ডপগুলিতেও এই বিধি নিষেধ বলবৎ থাকবে।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টে পুজো নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেখানে বলা হয় দুর্গোৎসবে হাজার হাজার মানুষের ঢল নামে পুজো মণ্ডপগুলিতে। যা এই মুহূর্তে মানুষের জন্য অত্যন্ত বিপদজনক। তাই পুজো কমিটিগুলি ভিড় নিয়ন্ত্রণ করুক এবং করোনা বিধি মেনে পুজো হোক, এই আবেদন নিয়েই মামলাটি হয়। তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোতেও একইরকম ভিড় নজরে আসে পুজো মণ্ডপগুলিতে। তাই আদালতের নির্দেশ, গত বছরের মতো এবারের পুজোতেও মণ্ডপে কারও প্রবেশ চলবে না।
গত বছর অজয় দে নামে এক ব্যক্তির জনস্বার্থ মামলার নিরিখে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, ১০ মিটারের মধ্যে কোনও ভাবেই কোনও দর্শক মণ্ডপে থাকবেন না। এমনকী যাঁরা পুজো পরিচালনার দায়িত্ব নেবেন, তাঁরাও ইচ্ছামতো মণ্ডপে ঢুকবেন-বেরোবেন, সেটাও হতে পারে না। ২৫ জনের তালিকা দিতে বলা হয়েছিল সেবার আদালতে। পঞ্চমীর দিন সেই নির্দেশ এসেছিল গত বছর।
এরপরই দেখা যায় গোটা পুজোতেই মণ্ডপগুলিতে তুলনামূলক ভিড় অনেক কম। বিশেষ করে কলকাতার বড় পুজো মণ্ডপগুলিই চিন্তার কারণ থাকে। তাই এবারও জনস্বার্থ মামলা দায়ের করে জনৈক ব্য়ক্তি জানান, গতবারের বিধিই বলবৎ থাকুক এ বছরও।
আরও পড়ুন : Big News: পুজো নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের! এবারও মণ্ডপগুলিতে ‘নো এন্ট্রি’ দর্শকের