Local Train Service Suspended: সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের

Cyclone Remal Update: প্রাথমিকভাবে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে লাইনের উপরে। এর জেরে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না। শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।

Local Train Service Suspended: সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের
স্টেশনে দাঁড়িয়ে ট্রেন।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2024 | 9:49 AM

কলকাতা: রেমালের তাণ্ডবে বন্ধ ট্রেন চলাচল। ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাতভর ঝড়-বৃষ্টি। রাত থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। সকালেও স্বাভাবিক হল না সেই পরিষেবা। আজ, সোমবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। শিয়ালদহ শাখায় আগেই ৪৬টি ট্রেন বাতিল হয়েছিল। আজ আরও ট্রেন বাতিল হয়। এর উপরে সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় আরও সমস্যায় যাত্রীরা। 

ঘূর্ণিঝড় রেমালের কারণে আগেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল শিয়ালদহ ও হাওড়া শাখায়। রবিবার রাত ১১টার পর থেকেই কার্যত থমকে যায় লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এখনও একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। ট্রেনের মধ্যে আটকে বহু যাত্রী।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে লাইনের উপরে। এর জেরে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না। শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।

সপ্তাহের প্রথম দিন, তার উপরে অফিস টাইম। সকাল ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায়, সমস্যায় পড়েছেন বহু যাত্রী। সকাল থেকেই নিত্যযাত্রীরা ভিড় করেছেন বিভিন্ন স্টেশনে। দুর্যোগের মধ্যে কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়েই চিন্তা।