Lok Sabha Election Phase 3: তৃতীয় দফার রাত পর্যন্ত ভোট শতাংশ দিয়ে দিল কমিশনের! বিতর্ককে বাই-পাসের চেষ্টা?

Election Commission: কমিশন সূত্রে খবর, চূড়ান্ত হিসেব দিতে আরও কিছুটা সময় লাগবে। কারণ, রাতে ইভিএম ফিরে আসার পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার একটি লোকসভা কেন্দ্রের সব বুথ ধরে ধরে ভোট পড়ার হিসাব করেন। সেই হিসাব দেওয়া হয়েছে। তবে কোথাও কোথাও ইভিএম রাত ১১ টার পরেও ফেরে। ফলে হিসাবে দেরি হয়।

Lok Sabha Election Phase 3: তৃতীয় দফার রাত পর্যন্ত ভোট শতাংশ দিয়ে দিল কমিশনের! বিতর্ককে বাই-পাসের চেষ্টা?
ফাইল চিত্র।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2024 | 3:40 PM

কলকাতা: প্রথম দুই দফার ভোট চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশ করতে বেশ কিছুটা সময় লাগিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তা নিয়ে কংগ্রেস, তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা দলগুলি বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছিল। তবে এই বিতর্কের আবহেই এবার তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব মিটতেই এক ভিন্ন চিত্র। এবার তৃতীয় দফার ভোটের দিনের (৭ মে) রাত ১১.৪০ মিনিট পর্যন্ত ভোট শতাংশের হিসেব প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিতর্ক এড়াতেই কি এই পদক্ষেপ?

তবে কমিশন সূত্রে খবর, চূড়ান্ত হিসেব দিতে আরও কিছুটা সময় লাগবে। কারণ, রাতে ইভিএম ফিরে আসার পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার একটি লোকসভা কেন্দ্রের সব বুথ ধরে ধরে ভোট পড়ার হিসাব করেন। সেই হিসাব দেওয়া হয়েছে। তবে কোথাও কোথাও ইভিএম রাত ১১ টার পরেও ফেরে। ফলে হিসাবে দেরি হয়। এমনকী, ভোটের পরের দিনও ইভিএম ফেরে কোথাও কোথাও। সবটা মিলিয়ে যোগ করা হয়। যা শেষ করাটা বেশ কিছুটা সময় সাপেক্ষ বলেই জানাচ্ছে কমিশনের ওই সূত্র।

উল্লেখ্য, চূড়ান্ত ভোট শতাংশ ঘিরে এই বিতর্ক শুরু হয়েছিল প্রথম দুই দফার পরিসংখ্যান দেরিতে প্রকাশ হওয়াকে কেন্দ্র করে। প্রথম দফার ভোট হয়েছিল ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হয়েছিল ২৬ এপ্রিল। আর কমিশনের তরফে এই দুই দফার চূড়ান্ত ভোট শতাংশের হিসেব দেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। যা ছিল প্রথম দফার ভোটের ১১ দিনের মাথায় এবং দ্বিতীয় দফার ভোটের পাঁচ দিনের মাথায়। কেন এতটা দেরি, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি।

গতকাল, তৃতীয় দফার ভোট চলাকালীনই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ ইন্ডিয়া জোটের সব রাজনৈতিক নেতৃত্বকে। ভোট শতাংশের ইস্যুতে বিরোধীদের একযোগে কমিশনের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছেন খাড়্গে। এর মধ্যেই তৃতীয় দফার ভোটের পরের দিনই গত রাতের ১১.৪০ মিনিট পর্যন্ত ভোট শতাংশের হিসেব প্রকাশ করে দিল কমিশন।