জুন মাসেই বড় খবর! ধোঁয়াশা রেখেই সৌমিতৃষা বললেন, ‘বাকিটা থাক… ‘

এখনই আর ছোট পর্দায় ফেরার কোনও ইচ্ছে নেই সৌমিতৃষার। কেরিয়ারে দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন সদ্য।

জুন মাসেই বড় খবর! ধোঁয়াশা রেখেই সৌমিতৃষা বললেন, 'বাকিটা থাক... '
ধোঁয়াশা রেখেই সৌমিতৃষা বললেন....
Follow Us:
| Updated on: May 19, 2024 | 9:47 PM

আপনি কি সৌমিতৃষা কুন্ডুর ভক্ত? তবে জেনে রাখা দরকার ১০ জুন তাঁর জীবনে ঘটতে চলেছে এক বড় ধামাকা। বাড়িতে আসতে চলেছে এক আগন্তুক। একই সঙ্গে মিঠাই রানিও পেতে চলেছে বড় পর্দায় তাঁর দ্বিতীয় ব্রেকটি। যদিও এর চেয়ে বেশি আর কিছু তথ্য শেয়ার করতেই আপাতত নারাজ অভিনেত্রী। তবে সত্যি কি আর চাপা থাকে?

এখনই আর ছোট পর্দায় ফেরার কোনও ইচ্ছে নেই সৌমিতৃষার। কেরিয়ারে দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন সদ্য। আর এই ছবির নামই ১০ জুন। বিপরীতে থাকছেন সৌরভ দাস। সম্প্রতি সেই ছবির শুটিং শুরু হয়েছে। সেই শুটিংয়েরই বেশ কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে থেকে শেয়ার করেছেন সৌমিতৃষা। একই সঙ্গে সাসপেন্স খানিক জিইয়ে রেখে নায়িকার বক্তব্য, “১০ ই জুন! আপনার বাড়িতে আগন্তুকের আগমন!বাকিটা থাক এখন!”

গত কয়েকমাস ধরেই জল্পনা চলছিল সৌমিতৃষার পরের প্রোজেক্ট নিয়ে। এর আগে তাঁর ‘প্রধান’ ছবিটিও দর্শকের বেশ পছন্দ হয়েছিল। তবে সেই ছবিতে সৌমিতৃষার স্ক্রিন প্রেজেন্স এত কম কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভক্তরা। তবে জানা যাচ্ছে, দ্বিতীয় ছবিটির পুরোটাই আবর্তিত হচ্ছে তাঁকে ঘিরেই। গল্পটিও তাঁকে ঘিরেই আবর্তিত হয়। এই প্রথম সৌরভ ও সৌমিতৃষাকে জুটি হিসেবে পাচ্ছে দর্শক। নতুন এই জুটি দর্শকের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।