Lok Sabha Election Date 2024: মতুয়াদের মন কার দিকে, ব্যারাকপুরের শিল্পাঞ্চলই বা কি চাইছে? পঞ্চম দফায় নজরে যে আসনগুলি
Lok Sabha Election: ভোটগ্রহণ শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। পঞ্চম দফায় ভোট রয়েছে ২০ মে। পঞ্চম দফার ভোটের জন্য নোটিফিকেশন জারি হবে ২৬ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ মে। এরপর ৪ মে মনোয়নয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ৬ মে পর্যন্ত নিজেদের মনোনয়ন প্রত্যাহার করার সময় পাবেন প্রার্থীরা।
লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বাকি হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাচ্ছে গণতন্ত্রের মহোৎসব। লাইন দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে গোটা দেশের আমজনতা। এবারের লোকসভা নির্বাচন হচ্ছে মোট সাত দফায়। সাত দফায় ভোটগ্রহণ পর্ব শেষে প্রার্থীদের ভাগ্য গণনা হবে ৪ জুন। ভোটগ্রহণ শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। পঞ্চম দফায় ভোট রয়েছে ২০ মে। পঞ্চম দফার ভোটের জন্য নোটিফিকেশন জারি হবে ২৬ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ মে। এরপর ৪ মে মনোয়নয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ৬ মে পর্যন্ত নিজেদের মনোনয়ন প্রত্যাহার করার সময় পাবেন প্রার্থীরা।
পঞ্চম দফায় গোটা দেশের মোট আটটি রাজ্যের ৪৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সাতটি আসন। তালিকায় রয়েছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া ও আরামবাগ। ৪ জুন সব আসনগুলির একসঙ্গে ভোটগণনা হবে। বাংলার রাজনীতির পরিসরের দিক থেকে বিবেচনা করলে পঞ্চম দফায় একাধিক গুরুত্ব আসন রয়েছে। বনগাঁ লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র – দুটিই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বনগাঁ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে এবারও বনগাঁ থেকেই প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিপরীতে বনগাঁ থেকে লড়ছেন তৃণমূলের বিশ্বজিৎ দাস। তিনি একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে। বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে এই বাগদা। বিজেপির টিকিটে জিতলেও, বিশ্বজিৎ এখন পুরোদস্তুর তৃণমূল নেতা। বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্ক একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়িরই একজন সদস্য। আবার ঠাকুরবাড়ির অপর সদস্য মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। অর্থাৎ, ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মধ্যেও রাজনীতির বিভাজন রয়েছে। এখন দেখার এবারের লোকসভা ভোটে কোন দিকে যায় বনগাঁর আমজনতার রায়।
অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিংও লোকসভা ভোটের মুখে বিজেপিতে ফিরেছেন। উনিশের লোকসভা ভোটে তিনি বিজেপির টিকিটেই ব্যারাকপুর থেকে জিতেছিলেন। তারপর প্রায় দু’বছর তৃণমূলে কাটিয়ে তিনি আবার ফিরেছেন বিজেপিতে। লোকসভা ভোটে এবারও ব্যারাকপুর থেকে অর্জুন সিংয়ের উপরেই ভরসা রেখেছে বিজেপি। তাঁর উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। এবারের ভোটে শিল্পতালুক ব্যারাকপুরও এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বলেই মনে করছে রাজনৈতিক মহল।