AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা! বড় ঘোষণা মমতার

Mamata Banerjee On ICDS: রাজ্যে ১লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। তাঁদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

Mamata Banerjee: আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা! বড় ঘোষণা মমতার
আশাকর্মী ICDS কর্মীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 5:40 PM
Share

কলকাতা: রাজ্যের প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করেন। তাঁদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন। তাই পুরস্কার স্বরূপ আর তাঁরা যাতে আরও ভাল, সুষ্ঠভাবে কাজ করতে পারেন, সেজন্য স্মার্ট ফোন কিনতে  আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

রাজ্যে ১লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। তাঁদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পুলিশ, সিভিল সার্ভিস, দমকল কর্মী থেকে শুরু করে যাঁরা ভাল করেছেন, প্রাকৃতিক দুর্যোগে কাজ করেছেন, তাঁদেরও এখান থেকে পুরস্কৃত করা হয়। দার্জিলিং , কালিম্পং এবং মিরিকে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পুরস্কৃত করে এসেছেন। বাকি জেলাগুলির ক্ষেত্রে এই মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়।

যাঁরা এই মঞ্চ থেকে পুরস্কৃত হলেন,

সিভিল ডিফেন্স ভলান্টিয়র অজিত রায়  ৮ জন

রাজীব কুণ্ডু, ফুলবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার

বঙ্কিম মণ্ডল, ফরেস্ট গার্ড, ফুলিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড

রাজু টোপ্পো, স্টেশন ম্যানেজার, WBSEDCL, নাগরাকাটা (West Bengal State Electricity Distribution Company Limited)

চিকিৎসক মোল্লা ইরফান হাসান, ব্লক স্বাস্থ্য আধিকারিক, নাগরাকাটা

কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ যেখানে ভাঙন হয়েছে,  রাজ্য সরকার থেকে সমস্ত সাহায্য করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।