Maniktala By-poll: মেয়ে শ্রেয়া নয়, মানিকতলায় তৃণমূলের প্রার্থী হতে পারেন সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডে: সূত্র

Maniktala By-poll TMC Candidate: প্রসঙ্গত, মানিকতলা বিধানসভা উপভোটের জন্য সোমবারই কোম কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল,স্বপন সমাদ্দারকে নিয়ে এই কমিটি গঠিত হয়। এক প্রস্থ বৈঠকও হয় গতকাল। এরপর আজও দ্বিতীয় দফার বৈঠক করেন কুণাল-অতীনরা।

Maniktala By-poll: মেয়ে শ্রেয়া নয়, মানিকতলায় তৃণমূলের প্রার্থী হতে পারেন সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডে: সূত্র
মা-কে নিয়ে ফেসবুকে পোস্ট শ্রেয়ারImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2024 | 5:02 PM

কলকাতা: আগামী ১০ জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিধানসভায় তৃণমূলের তরফে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে মুখিয়ে ছিলেন সকলেই। প্রাথমিকভাবে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডের নাম চর্চায় থাকলেও, শাসকদলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন প্রয়াত বিধায়কের স্ত্রী সুপ্তি পাণ্ডে এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, মানিকতলা বিধানসভা উপভোটের জন্য সোমবারই কোর কমিটি গঠন করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দারকে নিয়ে এই কমিটি গঠিত হয়। এক প্রস্থ বৈঠকও হয় গতকাল। এরপর আজও দ্বিতীয় দফার বৈঠক করেন কুণাল-অতীনরা। পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলরা ও প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী। তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে উপভোটের প্রার্থী কাকে করা হবে সেই নিয়ে চলে আলোচনা।

দীর্ঘ প্রায় চল্লিশ মিনিটের আলোচনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন সুপ্তি পাণ্ডের। তেমনটাই খবর সূত্রের। সকলেই প্রার্থী হিসাবে প্রয়াত বিধায়কের স্ত্রীকে মান্যতা দিয়েছেন। সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রার্থীর কনভেনর হতে চলেছেন কুণাল ঘোষ। এবং চিফ নির্বাচনী এজেন্ট হচ্ছেন অনিন্দ্য রাউত। দলের তরফে আনুষ্ঠানিক ভাবে পরে নাম ঘোষণা করা হবে। এ দিকে, আজ মা সুপ্তি পাণ্ডের নাম প্রার্থী হিসাবে উঠে আসতেই নিজের ফেসবুকে পোস্ট করেন শ্রেয়া। মায়ের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, “বাবা খুব গর্ব অনুভব করবেন তোমার জন্য।”